চ্যাম্পিয়ন শেখ জামাল
স্পোর্টস ডেস্ক
ছবি সংগৃহীত
সোমবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দোলেশ্বরের বিপক্ষে ২৪ রানের জয়ে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) টি-টুয়েন্টির অভিষেক আসরে শিরোপা জিতেছে শেখ জামাল। নুরুল হাসান সোহানের দলের ছুঁড়ে দেওয়া ১৫৮ রানের জবাবে পুরো ২০ ওভার খেলে দোলেশ্বর থেমেছে ৮ উইকেটে ১৩৩ রানে।
দোলেশ্বরের পক্ষে ছয়ে নেমে ২০ বলে ৪৫ রানের টর্নেডো ইনিংস খেলেন রেজা। তবে শেখ জামালের পেসার শহিদুল ইসলাম থামান তাকে। সবমিলিয়ে ৪ ওভারে মাত্র ১৯ রানে ৪ উইকেট নেন তিনি।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নামে শেখ জামাল। ইমতিয়াজ হোসেনের হাফসেঞ্চুরির পাশাপাশি ইনিংসের শেষদিকে অধিনায়ক নুরুল ও তানবীর হায়দারের ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে তারা।
উদ্বোধনী জুটিতে ফারদিন হাসানের সঙ্গে ৭.৫ ওভারে ৬২ রান যোগ করেন ইমতিয়াজ। তার ব্যাট থেকে আসে ৪৪ বলে ৫৬ রানের ইনিংস। তিনি ৪টি চারের সঙ্গে হাঁকান ২টি ছয়। ফারদিন করেন ১৮ রান।
এই জুটি ভাঙার পর বড় সংগ্রহের ভিতটাকে কাজে লাগানোর বদলে নিয়মিত বিরতিতে উইকেট ছুঁড়ে দিতে থাকেন দলটির ব্যাটসম্যানরা। হাসানুজ্জামান, নাসির হোসেন ও আগের ম্যাচের জয়ের নায়ক জিয়াউর রহমান সাজঘরে ফেরেন দ্রুত।
তবে ১৫.১ ওভারে দলীয় ১০৪ রানে পঞ্চম উইকেট হারানোর পরও চাপ কাটিয়ে শেখ জামাল লড়াইয়ের পুঁজি পায় ষষ্ঠ উইকেটে নুরুল ও তানবীরের ২৭ বলে ৪৯ রানের জুটিতে। তানবীর ছিলেন আক্রমণাত্মক। মাত্র ১৫ বলে ৪টি চার ও ১ ছয়ে ৩১ রান করেন তিনি। নুরুল ২৭ বলে ৩৩ রানের ইনিংস খেলেন ৩টি চারের সাহায্যে।
এই দুজনকে পরপর দুই বলে আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন দোলেশ্বরের রেজা। ৪ ওভারের স্পেল পূর্ণ করে ৩২ রানে ৩ উইকেট নেন তিনি। ১১ উইকেট নিয়ে এই অলরাউন্ডার হন আসরের সর্বোচ্চ উইকেট শিকারি।
নিউজওয়ান২৪/ইরু
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল