ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:২১, ৮ এপ্রিল ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

মানিকগঞ্জের শিবালয়ে চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার রাতে উপজেলার ইন্তাজগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার রাতে ওই বাজারের ইব্রাহিম মিয়ার মুদি দোকানের টিনের বেড়া কেটে ঘরে ঢোকার সময় ওই ব্যক্তি পাহাড়াদারের হাতে ধরা পড়ে। এসময় গণপিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত