ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

চীনে বাবা-মায়ের কাজ করছে রোবট!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৫, ৩ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

নিয়মিত কিন্ডারগার্টেনে যায় বেইজিংয়ের বাসিন্দা ৩ বছর বয়সী সেভেন কং। সেখানে তার অনেক বন্ধুবান্ধব আছে। কিন্তু বাড়িতে এলে সে একেবারেই একা, তাকে দেখে রাখতে পারেন না বাবা-মা। তবে তার রয়েছে একটি খেলার সঙ্গী, সেটি হলো বিনকিউ নামের একটি রোবট।

এটি দেখতে ছোট, কিডনি আকারের লেবু সবুজ রঙের একটি অ্যান্ড্রয়েড রোবট। ঘণ্টার পর ঘণ্টা তার সঙ্গে সময় কাটায় সে। সেভেন কং ছোট ছোট প্রশ্ন করতে থাকে রোবটটিকে, আর সে সরল ভাষায় ছোট ছোট উত্তর দেয় তাকে। সে সঙ্গে স্ক্রিনে বিভিন্ন মুখভঙ্গিও দেখা যায়।

সেভেনের বাবা-মাকে এই রোবটটি কেনার পরামর্শ দেন এক বন্ধু। যা ছোটবেলা থেকেই শিশুর শিক্ষায় সাহায্য করে এবং বাবা-মায়ের চাপ কমায়, জানিয়েছেন সেভেনের মা লি কিয়ান। মাঝে মাঝে ভয়েস রিকগনিশনে সমস্যা হলেও সেভেনের সঙ্গে আলাপচারিতায় তার কোনো সমস্যা হয় না।

বর্তমানে প্রযুক্তিপ্রেমী পিতা-মাতার জন্য চীনে এ ধরণের রোবটের চাহিদা ও সরবরাহ বেড়ে গেছে। বাচ্চাকে শিক্ষাদান ছাড়াও তাকে ‘বেবিসিটিং’ করতে পারে এসব।  

তবে কিছু কিছু বিশেষজ্ঞ একে অপ্রয়োজনীয় বলে মনে করছেন, এমনকি একে স্মার্টফোনের সঙ্গে তুলনা করেছেন। কেউ কেউ ভাবছেন, এগুলো হয়তো শিশুর জন্য যথেষ্ট নিরাপদ নয়।

বিনকিউয়ের দাম মাত্র ৩০০ ডলার। এ কারণে চীনের লাখ লাখ মধ্যবিত্ত পরিবারে তার জনপ্রিয়তা দেখা যাচ্ছে।  বিনিকিউয়ের কোম্পানি প্রেসিডেন্ট জেমস ইন দাবি করেন, আগামী পাঁচ বছরের মাঝে চীনের সব খেলনাই ডিজিটাল হয়ে যাবে।  বাচ্চারা যেহেতু কম বুদ্ধিমত্তার রোবট নিয়েই সন্তুষ্ট তাই এখান থেকেই বিকাশ শুরু হওয়াটা ভালো। তারা শিশুদেরকে ইংরেজি শেখাতে পারে এমন রোবটও প্রস্তুত করছেন।

এদিকে সম্প্রতি চীনে এসব রোবটের বিশাল বাজার তৈরি হয়েছে। বাচ্চাদের জন্য তৈরি ডিজিটাল ঘড়ি এবং এসব মিলিয়ে শুধু এই বছরই ৩ কোটি এআই এডুকেশনাল রোবট বিক্রি হয়েছে সেখানে। সামনের বছর ১০ কোটি ছাড়িয়ে যেতে পারেও এর সংখ্যা।

তবে অনেকেই এসব রোবটের বিপক্ষে কথা বলছেন। তাদের মতে, সাধারণ একটি স্মার্টফোনের চাইতেও কম বুদ্ধিমত্তা রয়েছে এসব রোবটের। এটি বাদ দিয়ে সাধারণ একটি ট্যাবলেট কিনলেই এসব সুবিধা পাওয়া যাবে মনে করেন তারা।

নিউজওয়ান২৪/জেডএস

মোবাইল-পিসি-টেক বিভাগের সর্বাধিক পঠিত