ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

চিটাগাং ভাইকিংসের অধিনায়ক মুশফিক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:২৫, ২ জানুয়ারি ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

বিপিএলের ৬ষ্ঠ আসরের আর বেশি দিন বাকি নেই। এরই মধ্যে দলগুলো মাঠে নেমে পড়েছে চার-ছক্কার লড়াইয়ের প্রস্তুতি নিতে। এই আসরে এবারো অংশ নিচ্ছে ৭টি দল। 

যদিও চট্টগ্রাম ভাইকিংসের অংশ নেয়ার কথা ছিল না। আনুষ্ঠানিক ঘোষণাও দিয়েছিল তারা। তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে অংশ নেয়। নিলামে দলে টানে দেশের অন্যতম নির্ভরযোগ্য উইকেটরক্ষক ব্যাটসম্যান ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহীমকে। আগেই জানিয়েছিলেন তিনিই হবেন দলটির অধিনায়ক।

গতকাল এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় মুশফিকই হচ্ছেন ভাইকিংস অধিনায়ক। দলটির পক্ষ থেকে জানানো হয়, আসন্ন বিপিএলে চট্টগ্রাম ভাইকিংসের চেয়ারম্যান আবদুর ওয়াহেদ মুশফিকুর রহীমকে অধিনায়ক হিসেবে ঘোষণা দিয়েছেন।

এই উইকেটরক্ষক ব্যাটসম্যান বিপিএলে প্রতিটি আসরেই ব্যাট হাতে বিভিন্ন দলের জন্য দারুণ অবদান রেখেছেন। আসরে সেরা ব্যাটসম্যানদেরও একজন তিনি। তবে এখন পর্যন্ত কোনো দলকে তিনি শিরোপা জেতাতে পারেননি। তবে এবার দেখার বিষয় ভাইকিংসদের জন্য কতটা পথ পাড়ি দিতে পারেন তিনি! 

নিউজওয়ান২৪/ইরু


 

খেলা বিভাগের সর্বাধিক পঠিত