ঢাকা, ২৯ জানুয়ারি, ২০২৫
সর্বশেষ:

চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন বিএনপি মহাসচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪০, ১০ ফেব্রুয়ারি ২০২৩  

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি


চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে আছেন তার স্ত্রী মিসেস রাহাত আরা বেগম।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে তারা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করেন।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চিকিৎসকের পরামর্শে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও তার স্ত্রী সিঙ্গাপুরে গিয়েছেন।

তিনি আরো বলেন, মির্জা ফখরুল সিঙ্গাপুর সুপ্রিম ভার্সুলার এন্ড আন্তর্জাতিক ক্লিনিকে তিনি চিকিৎসা নেবেন। মিসেস রাহাত আরা বেগম চিকিৎসা নেবেন সিঙ্গাপুর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হাসাপাতালে।

চিকিৎসা শেষে এক সপ্তাহ পর ঢাকায় আসবেন বলে জানান শায়রুল কবির।

নিউজওয়ান২৪.কম/রাজ

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত