চার হাজার পূর্ণ করে ফিরলেন মুশফিক
স্পোর্টস ডেস্ক
টেস্টে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ক্যারিয়ারে চার হাজার রান পূর্ণ করেছেন জাতীয় দলের উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
ব্যাটিংয়ে নেমে টেস্টে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে চার হাজার রান পূর্ণ করেন মুশফিকুর রহিম। এর আগে প্রথম বাংলাদেশি হিসেবে ৫৬ টেস্টে চার হাজার রান পূর্ণ করেন তামিম ইকবাল। মুশফিক টেস্ট খেললেন ৬৬টি।
রেকর্ডের দিন ব্যক্তিগত ১৪ রানে লুইসের বলে বোল্ড হন অভিজ্ঞ মুশফিক। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাঁচ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২১৯ রান। ব্যাট করছেন অধিনায়ক সাকিব ৩৫ ও মাহমুদউল্লাহ ১২। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে দলীয় ১৯০ রানে ফেরেন মুশফিক।
এদিন আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম ম্যাচেই ব্যাট হাতে পরিপক্কতা দেখিয়েছেন সাদমান ইসলাম। অভিষেক ম্যাচেই পেয়ে যান হাফসেঞ্চুরি। কিন্তু ১৯৯ বলে ৭৬ রানে ফিরলেন সাদমান ইসলাম। লেগস্পিনার দেবেন্দ্র বিশুর বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন এই বাঁহাতি ওপেনার।
এর আগে টানা তিন ইনিংসে দেবেন্দ্র বিশুর বলেই আউট হয়ে ফেরেন মোহাম্মদ মিঠুন। অভিষিক্ত সাদমান ইসলামের সঙ্গে জুটি বেঁধে বাংলাদেশকে ভালোই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন এই ডানহাতি টপ অর্ডার ব্যাটসম্যান। কিন্তু বিশুর দারুণ এক বলে ৬১ বলে ২৯ রান করে ফেরেন তিনি। তিন উইকেটে বাংলাদেশের সংগ্রহ তখন ১৫২। চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসেও বিশুর বলেই ফেরেন মিঠুন।
এদিন লাঞ্চের আগেই দুই উইকেট হারায় স্বাগতিকরা। ইনিংসের ৩৪তম ওভারে লাঞ্চের এক বল বাকি থাকতেই সাজঘরে ফেরেন মুমিমুল। ৪৬ বলে ২৯ রান করে কেমার রোচের বলে রোস্টন চেজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। ওপেনার সৌম্য ভালো শুরু করে ইনিংসের ১৬তম ওভারের তৃতীয় বলে ৪২ বল খেলে ১৯ রান করে রোস্টন চেজের বলে শাই হোপের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য।
এর আগে মিরপুরে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব আল হাসান। সিরিজের দ্বিতীয় টেস্টে ৯৪তম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্যাপ পরেছেন উদ্বোধনী ব্যাটসম্যান সাদমান ইসলাম অনীক। ঢাকা টেস্টে বাদ পড়া ইমরুল কায়েসের পরিবর্তে বাংলাদেশের ইনিংস উদ্বোধন করেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। সাদমান ইসলাম এক মাসে ষষ্ঠ অভিষিক্ত বাংলাদেশি টেস্ট ক্রিকেটার।
নিউজওয়ান২৪/এমএম
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল