চার মাসে ৪ অস্ত্র কেনেন ব্রেনটন
নিউজ ডেস্ক

ফাইল ছবি
ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলা চালিয়ে অর্ধশত মুসলমানকে হত্যাকারী শ্বেতাঙ্গ জঙ্গির কাছে অস্ত্র বিক্রি করেছিল গান সিটি নামের একটি প্রতিষ্ঠান।
ব্রেনটন অনলাইন সেবা থেকে চার মাসে চারটি অস্ত্র ক্রয় করেন বলে জানান গান সিটির ব্যবস্থাপনা পরিচালক ডেভিড টিপল। খবর এএফপির।
ক্রাইস্টচার্চে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার প্রতিষ্ঠান ওই সন্ত্রাসীর কাছে চারটি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ বিক্রি করেছে। তার কাছে লাইসেন্স ছিল। তার সম্পর্কে অস্বাভাবিক কিছু খুঁজে পাওয়া যায়নি।
তার দোকান থেকে বিক্রীত অস্ত্র কোথায় ব্যবহার করা হয়েছে, তা নিয়ে কোনো প্রশ্নের সরাসরি জবাব দিতে অস্বীকার করেছেন টিপল।
তিনি বলেন, অস্ত্র নিয়ে বিতর্কে জড়ানোর সময় এটি নয়। তবে দায়িত্ববোধ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, না, আমি কোনো দায়িত্ব নেব না।
তার মতে, আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের আবেদনের পরীক্ষা করার দায়িত্ব হচ্ছে পুলিশ বিভাগের। এমনকি ভবিষ্যতেও কেউ যদি একই ধরনের লাইসেন্স নিয়ে আসেন, তার কাছেও তিনি অস্ত্র বিক্রি করবেন বলে স্বীকার করেন।
মসজিদে হামলায় ব্যবহৃত সামরিক কায়দার আধা-স্বয়ংক্রিয় (এমএসএসএ) আগ্নেয়াস্ত্র তার দোকান থেকে কেনা হয়নি বলে এ অস্ত্র ব্যবসায়ী জানান।
তিনি বলেন, হামলায় ব্যবহৃত একটি অস্ত্র আমি তার কাছে বিক্রি করিনি। আমি ভিডিও দেখেছি, রাইফেল দেখেছি। তবে আমি জানি এ অস্ত্র কোথা থেকে সংগ্রহ করা হয়েছে।
আমি যেটি ধারণা করছি, সে অনুসারে যদি এটির সিরিয়াল নম্বর হয়, তবে গান সিটিসংশ্লিষ্ট দোকান থেকে সেটি সংগ্রহ করা হয়নি।
২০১৭ সালের নভেম্বরে প্রথম শ্রেণির আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পান ব্রেনটন টেরেন্ট। পরে একটি অনলাইন সেবা প্রতিষ্ঠান থেকে চার মাসে চারটি অস্ত্র ক্রয় করেন।
টিপল বলেন, গান সিটির কাছে অস্ত্র বিক্রির নথি আছে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য পুলিশকে দিয়েছি।
প্রসঙ্গত শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে জুমার নামাজের সময় অস্ট্রেলীয় বংশোদ্ভূত ব্রেনটন টেরেন্ট নামে এক শেতাঙ্গ বন্দুক হামলা চালায়।
এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে। এ ছাড়া আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রায় অর্ধশত মানুষ।
নিউজওয়ান২৪/ইরু
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন