আরব বিশ্বে রোজা
‘চলে যায় ইবলিস, রেখে যায় এমবিসি’
তামীম রায়হান

রমজান মাসে উচ্চবিত্ত আরবদের মাত্রাতিরিক্ত টিভিপ্রীতিকে ব্যঙ্গ করে প্রকাশিত আরবীয় পত্রিকার কার্টুন
উচ্চবিত্ত পরিবারের এক আরব দুষ্ট বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম, রমজান নিয়ে তোমার অনুভূতি কী? সে বললো, `ভালো, তবে বিশ্বকাপ ফুটবলের মতো প্রতি চার বছরে একবার করে রমজান এলে আরও ভালো হতো`।
আরবীয় সাধারণ মুসলমানদের মধ্যে রমজানের প্রভাব এখনও অন্য দেশীয়দের চেয়ে বেশি। এ মাসে তাদের চারিত্রিক উদারতা এবং মানবিক গুণাবলীর চর্চা অন্য যে কোনও মাসের চেয়ে বেশি দেখা যায়। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে রমজান মাসে উচ্চবিত্ত আরবদের মধ্যে টিভিনাটকের প্রভাব বেশ বেড়েছে।
আমাদের বাংলাদেশে যেমন ঈদকে কেন্দ্র করে নাটক্যার ও পরিচালক এবং নির্মাতারা বছরজুড়ে নানা অনুষ্ঠান ও নাটকের প্রস্তুতি নেন, এই আরবদেশগুলোতে রমজান মাসকে কেন্দ্র করে সেই পরিস্থিতি তৈরি হয়। এমনও অনেক পরিবার আছে, যারা ইফতারের সময় থেকে সেহরি পর্যন্ত এক নাগাড়ে ৮-১০ ঘণ্টা টিভির সামনে বসে থাকে। এসব চ্যানেলের মধ্যে এমবিসি শীর্ষে। দর্শকদের রমজান নষ্ট করতে হেন আয়োজন নেই, যা এমবিসিতে প্রচারিত হয় না। এর পর আছে মিসরীয় টিভি চ্যানেল এবং আরব স্থানীয় টিভিগুলোর নানা আয়োজন। বাংলায় শুনেছি, ‘চলে যায় মানুষ রেখে যায় স্মৃতি’, আর এখানে দেখছি, চলে যায় ইবলিস, রেখে যায় এমবিসি’।
অতি বিলাসী উচ্চবিত্ত আরবদের চেয়ে বরং মধ্যবিত্ত আরবদের অবস্থা এখনও অনেক ভালো। প্রতি ওয়াক্তের নামাজের পর মসজিদে যে অসংখ্য নামাজি দীর্ঘ সময় ধরে কুরআন তেলাওয়াত করেন, তাদের অনেকেই মধ্যবিত্ত আরব। সম্পদের প্রাচুর্য উচ্চবিত্ত আরবদের দান-খয়রাতের সুযোগ করে দিয়েছে, কিন্তু ইবাদতের আবহ থেকে দূরে সরিয়ে রেখেছে। এর চেয়ে বরং মধ্যবিত্ত আরবরা এখনও অনেক ভালো আছে।
কোনও এক চ্যানেলে রমজানের বিকেলে দর্শকদের অনুরোধের আসর সরাসরি প্রচার করা হচ্ছিল। ইফতারের তখনও প্রায় ঘণ্টা বাকি। এক দর্শক ফোন করার পর উপস্থাপক জানতে চাইলেন, আপনি কী শুনতে চান, বলুন!
রোজা রেখে ক্লান্ত দর্শকের কাতর কণ্ঠে আকুতি ছিল, “আমি মাগরিকের আজান শুনতে চাই!”
লেখক: কাতার প্রবাসী তরুণ সাংবাদিক ও লেখক
নিউজওয়ান২৪.কম/একে
- বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম নারী শেখ হাসিনা
- সিরাজুল আলম খান রহস্য, একটি রাজনৈতিক বিতর্ক
- ঘটনা গুরুতর: প্রধান বিচারপতির উত্তরের আশায় পুরো বাংলাদেশ!
- পিরিয়ডের সময় যে খাবারগুলো ক্ষতিকর
- ‘ডোপ টেস্ট’ কী? জেনে নিন...
- দুর্লভ সাদা গোখরাটি জ্যান্ত গিলে খেল অপর সাপকে! (ভিডিও)
- মইনুলকে জানি না তবে মাসুদা ভাট্টি চরিত্রহীন: তসলিমা
- আহ! কাকের বাসা
- উন্মাদের পরিবেশ সচেতনতা কার্টুন প্রদর্শনী শুরু
- র্যাবের নয়া এডিজি কর্নেল আনোয়ার লতিফ খান, পিএসসি
- ৫ বছর আগের কার্টুনের বক্তব্য...
- বিবস্ত্র হয়ে ঘর পরিষ্কার, অতঃপর...
- কেমন যাবে আপনার আজকের দিন
- গরীবের কংকাল ঢাকে ধনবানের স্ফীত উদর!
- রওশনের বাবা নাকি এরশাদ?- প্রথম আলো