চট্টগ্রামে হেলে পড়া ২ ভবন ভাঙার নির্দেশ
স্টাফ রিপোর্টার

ঢাকা: বুধবারের ভূমিকম্পে চট্টগ্রামে হেলে পড়া নয়টি ভবনের মধ্যে দুটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এ উদ্দেশ্যে সিডিএর তিন সদস্যের কমিটি শহরের বিভিন্ন এলাকায় ভবনগুলো পরিদর্শন করে।
পরিদর্শনকালে কমিটি হালিশহর বি-ব্লকের দুটি ভবন ভেঙে ফেলার জন্য মালিককে নির্দেশ দেন।
অবশিষ্ট ভবনগুলোর বিভিন্ন কারিগরি ত্রুটি ও বর্তমান অবস্থা এবং পরবর্তী করণীয় নির্ধারণের জন্য আগামী রবিবার প্রকৌশলীদের সমন্বয়ে আরও একটি টেকনিক্যাল কমিটি গঠনের চিন্তা-ভাবনা চলছে বলে জানা গেছে।
বুধবার চট্টগ্রামসহ সারা দেশে প্রবল ভূকম্পের পর সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম ভূকম্পন-পরবর্তী হেলে পড়া ভবনের বর্তমান অবস্থা এবং করণীয় নির্ধারণে ওই পরিদর্শন কমিটি গঠন করেন। সিডিএর প্রধান নগর পরিকল্পনাবিদ (ভারপ্রাপ্ত) শাহীনুল ইসলাম খানকে কমিটির প্রধান করা হয়। সিডিএর অপর দুই কর্মকর্তা শামীম ও ইলিয়াছকে সদস্য করা হয়েছে।
কমিটি আজ (বৃহস্পতিবার) সকাল থেকে নগরের চান্দগাঁও, হালিশহর, জুবিলি রোড, আমতলাসহ বিভিন্ন স্থানে ভূমিকম্পে হেলে পড়া ভবনের স্থিরচিত্র ধারণ করে। পাশাপাশি ভবনগুলোর নির্মাণগত ত্রুটিসমূহের বিষয়েও খোঁজ-খবর নেয়।
কমিটি প্রধান শাহীনুল ইসলাম জানান, হেলেপড়া ভবনগুলোর বেশির ভাগই সিডিএর নির্ধারিত নির্মাণ বিধিমালা মানেনি। হালিশহর বি-ব্লকের পাশাপাশি দুটি সাততলা এবং ছয়তলা ভবন পরস্পরকে এক ইঞ্চি জায়গাও ছেড়ে দেয়নি। ওই ভবন দুটি ভেঙে ফেলার ভবন মালিককে নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার রাত ৭টা ৫৫ মিনিটে সারা দেশে ৭.৯ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। এতে চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে নয়টি ভবন হেলে পড়ার কথা জানা যায়। এর মধ্যে চান্দগাঁও আবাসিক এলাকায় একটি ভবন প্রায় এক ফুট পর্যন্ত হেলে পড়ে।
হালিশহরে বিপজ্জনকভাবে হেলে পড়া ভবন দুটি লাল কালি দিয়ে চিহ্নিত করে রাখা হয়েছে। মালিকপক্ষ নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলো না ভাঙলে সিডিএ নিজ উদ্যোগে ভাঙার ব্যবস্থা করবে বলে জানা গেছে।
নিউজওয়ান২৪.কম/এসএল
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত
- ভারত সফরে দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি হয়নি: শেখ হাসিনা