চট্টগ্রামে ক্রসফায়ার: স্বর্ণের দোকানে ডাকাতিতে জড়িত দুজন নিহত
স্টাফ রিপোর্টার
ডাকাতির পর শামীম জুয়েলার্সের সামনে উৎসুক জনতার ভিড় -ফাইল ফটো
ঢাকা: চট্টগ্রামে ক্রসফায়ারে দুই ব্যক্তি নিহত হয়েছে। সোমবার ভোরে উপজেলার মুহুরি প্রোজেক্ট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
র্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতা উদ্দিন জানান, নিহত দুজন হচ্ছেন ইয়াকুব মিয়া ও কামরুল।
সোমবার সকালে এক ক্ষুদে র্যা ব মিডিয়া সেল বার্তায় জানায়, নিহত দুই ব্যক্তি গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাট এলাকায় স্বর্ণের দোকানে ডাকাতিতে জড়িত ছিল।
বার্তায় আরও বলা হয়, ডাকাতির প্রস্তুতির সময়ে র্যা বের সঙ্গে গুলি বিনিময়ে তারা নিহত হয়। এসময় ঘটনাস্থল থেকে গুলিসহ ৪টি পিস্তল, তিনটি বন্দুক ও একটি ওয়ান শ্যুটার গানসহ ডাকাতিতে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, গত ফ্রেবুয়ারির ২৬ তারিখ শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের জোরারগঞ্জ থানার বারৈয়ারহাটের মসজিদ গলির শামীম জুয়েলার্সে ডাকাতির ঘটনায় প্রায় ২৫০ ভরি স্বর্ণ লুট করে দুর্বৃত্তরা। এ সময় ডাকাতদের ককটেলেিএক স্কুল ছাত্রসহ বেশ কয়েকজন আহত হন।
পরে সিসিটিভি ফুটেজে ডাকাতির ঘটনা দেখে জড়িতদের সনাক্ত করা হয়। তবে গত দুই মাসে পুলিশ, ডিবি, র্যাবসহ বিভিন্ন সংস্থা আলোচিত ওই ঘটনায় জড়িতদের গ্রেফতারে ব্যাপক তৎপরতা চালিয়েও সফল হচ্ছিল না।
র্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল মিফতা জানান, শামীম জুয়েলার্স থেকে সংগ্রহ করা সিসিটিভি ফুটেজে ডাকাতির সময় ইয়াকুব ও কামরুলকে দেখা গেছে।
নিউজওয়ান২৪.কম/এসএল
- ধূর্ত খুনী ধরতে শ্বাসরুদ্ধকর অভিযান!
- পলাতক সেনা কমান্ডো ক্যাপ্টেন উদ্ভাস গ্রেপ্তার
- হায়রে পিশাচ মা!
- জাল ভিসা-পাসপোর্ট সহ ৮ নারী পাচারকারী আটক, উদ্ধার ৪
- প্রতিশোধ নিতে ভাড়াটিয়া ও দারোয়ান হত্যা করে সেনাকর্মকর্তার মাকে!
- মোবাইল চুরি: লোহাগাড়ায় পিটিয়ে যুবক হত্যা, আটক ১৪
- এক নজরে খেলাধুলা: ৬ অক্টোবর, ২০১৮
- ক্রিকেট খেলতে নিষেধ করায় শিক্ষককে কোপালো বখাটে
- নূর হোসেন লাপাতা
বাড়ি থেকে আটক ৩, গাড়ি জব্দ - ‘গুলশান সংকটের’ আরেক বলি হলেন ডিবির এসি রবিউল
- কঠোর অবস্থানে সরকার
ডিএমপির অ্যান্টি-কিডন্যাপিং স্কোয়াড - বেকারদের সঙ্গে প্রতারণা: সেনা-পুলিশের প্রাক্তন ছয় সদস্য আটক
- লোভনীয় বিজ্ঞাপন ফাঁদে নষ্ট হচ্ছে বেকার-যুবকদের স্বপ্ন
- যেভাবে পাওয়া গেল উত্তরার খালে অস্ত্র-গুলির খোঁজ
- এলেমদার প্রতারক: মক্কেলদের চড়াতেন প্লেনে রাখতেন রেডিসনে