ঢাকা, ০২ ফেব্রুয়ারি, ২০২৫
সর্বশেষ:

চট্টগ্রামে কে কোন প্রতীকে লড়বে

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৪, ১০ ডিসেম্বর ২০১৮  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে ১০টি সংসদীয় আসনে ৬৬ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার সকাল থেকে প্রার্থীদের প্রতীক দেন ডিসি ও রিটার্নিং কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন।

চট্টগ্রাম-১ আসন 
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রতীক নৌকা, নুরুল আমিনের প্রতীক ধানের শীষ, মো. সামসুদ্দীনের প্রতীক হাত পাখা, শেখ জুলফিকার বুলবুল চৌধুরী পান হাত পাঞ্জা প্রতীক, নুর উদ্দিন আহমদ পান উদীয়মান সূর্য প্রতীক, মো.আবদুল মান্নান পেয়েছেন চেয়ার প্রতীক।

চট্টগ্রাম-২ আসন
সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারীর প্রতীক ফুলের মালা, মো. আজিম উল্লাহ বাহারের প্রতীক ধানের শীষ, মো. আতীকের প্রতীক পাখা, মীর মো. ফেরদৌস আলমের প্রতীক চেয়ার, জহুরুল ইসলাম রেজার লাঙ্গন প্রতীখ ও এটিএম পেয়ারুল ইসলাম পেয়েছেন আপেল প্রতীক ।

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসন
মাহফুজুর রহমান মিতা পান নৌকা প্রতীক, মোস্তফা কামাল পাশার প্রতীক ধানের শীষ, হাফেজ মাওলানা মনসুরুল হকের প্রতীক হাত পাখা, মো. মোকতার আজাদ খানের প্রতীক আম, সেলিম উদ্দিন হায়দার গামছা প্রতীক পেয়েছেন।

চট্টগ্রাম-৬ (রাউজান) আসন
এবিএম ফজলে করিম চৌধুরীর প্রতীক নৌকা, জসীম উদ্দিন সিকদারের প্রতীক ধানের শীষ, আবদুল আলীকে হাত পাখা প্রতীক বরাদ্দ পেয়েছেন।

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসন
ড. হাসান মাহমুদ পান নৌকা প্রতীক, নুরুল আলমের প্রতীক ছাতা, মো. নিয়ামত উল্লাহ প্রতীক হাত পাখা, মুহা. আবু নওশাদের প্রতীখ মোমবাতি, জেএসডির মাহাবুবর রহমাননের প্রতীক তারা, মুহা. জিয়াউর রহমান আম প্রতীক পেয়েছেন।
 
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসন
সামশুল হক চৌধুরী পান নৌকা প্রতীক, মো. এনামুল হকের প্রতীক ধানের শীষ, মোহা. নুরুচ্ছাফা সরকারের প্রতীক লাঙ্গল, মুহা. দেলওয়ার হোসেন সাকীর প্রতীক হাত পাখা, মোহা. মঈন উদ্দীন চৌধুরীর প্রতীক চেয়ার, এমএ মতিন পান মোমবাতি প্রতীক, দীপক কুমার পালিত পান টেলিভিশন প্রতীক, সাইফুদ্দীন মোহাং ইউনুছ মই প্রতীক পেয়েছেন।

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) আসন
মএ মতিনের প্রতীক মোমবাতি, সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নৌকা প্রতীক, মোহা. ইরফানুল হক চৌধুরীর প্রতীক হাত পাখা, সরওয়ার জামাল নিজামের প্রতীক ধানের শীষ, উজ্জ্বল ভৌমিকের প্রতীক উদীয়মান সূর্য, নারায়ণ রক্ষিতের প্রতীক টেলিভিশন, মৌলভী রশিদুল হকের প্রতীক বটগাছ, মুহা. জাহাঙ্গীর আলম চৌধুরী পেয়েছেন চেয়ার প্রতীক।

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসন
ড. অলি আহমদের প্রতীক ছাতা, মো. নজরুল ইসলাম চৌধুরীর প্রতীক নৌকা, সেহাব উদ্দিন মুহা. আবদুস সামাদের প্রতীক মোমবাতি, মুহা. দেলওয়ার হোসেন সাকীর প্রতীক হাত পাখা, মুহা. জানে আলম নিজামীর প্রতীক চেয়ার, আবদুল নবীর প্রতীক-কাস্তে, মোহা. আলী ফারুকীর প্রতীক ফুলের মালা, আলী নেওয়াজ খানের প্রতীক কুঁড়েঘর, আবু জাফর মোহা. ওয়ালী উল্লাহ পেয়েছেন লাঙ্গল প্রতীক ।
 
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসন
আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর প্রতীক নৌকা, আ ন ম শামসুল ইসলামের প্রতীক ধানের শীষ, নুরুল আলমের প্রতীক হাত পাখা, আবদুল মোমেন চৌধুরীর প্রতীক উদীয়মান সূর্য, ফজলুল হক আম প্রতীক পেয়েছেন।

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন
মোস্তাফিজুর রহমানের প্রতীক নৌকা, জাফরুল ইসলাম চৌধুরীর প্রতীক ধানের শীষ, এইচ এম ফরিদ আহমদের প্রতীক হাত পাখা, মোহা. মহিউল আলম চৌধুরীর প্রতীক চেয়ার, আশীষ কুমার শীলের প্রতীক কুঁড়েঘর, মাহমুদুল ইসলাম চৌধুরীর প্রতীক লাঙ্গল, মুহা. মনিরুল ইসলামের প্রতীক মোমবাতি, মোহা. জহিরুল ইসলাম আপেল ও বজল আহমেদবেঞ্চ প্রতীক পেয়েছেন।

নিউজওয়ান২৪/এএস

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত