ঢাকা, ২২ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

গ্রেনেড হামলার রায় ঘিরে উত্তপ্ত চট্টগ্রাম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯:৪২, ৯ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা রায়কে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে চট্টগ্রাম। আর এ রায়কে কেন্দ্র করে কোন ধরনের নাশকতা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্গলা বাহিনী। 

এদিকে রায় বিপক্ষে গেলে মাঠে থাকার ঘোষণা দিয়েছে বিএনপি। তবে এতে কিছুটা কৌশলী অবস্থান নিয়েছেন দলের নেতা কর্মীরা। তবে বিএনপির যেকোন ধরনের নাশকতা এড়াতে পুলিশের পাশাপাশি মাঠে থাকবে আওয়ামী লীগ। 

নগরীর বঙ্গবন্ধু এভিনিউতে ২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ, পৈশাচিক, নারকীয় ও বর্বরোচিত গ্রেনেড হামলার বিচারে দেশবাসীর প্রতীক্ষার অবসান হবে বুধবারের রায়ে।

এদিকে, রায়কে কেন্দ্র করে চট্টগ্রামে যাতে কোনো প্রকার নাশকতা ও বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সে ব্যাপারে পুলিশের পূর্ণ প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদুল হাসান। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পোশাকে এবং সাদা পোশাকে পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন থাকবে বলেও তিনি জানান।
 
এছাড়া, নাশকতা মোকাবিলায় আওয়ামী লীগ ইতোমধ্যে নগরীর ১৭টি গুরুত্বপূর্ণ পয়েন্ট নির্ধারণ করেছে। নির্ধারিত ১৭ স্পটগুলো হলো- নগরীর দারুল ফজল মার্কেট চত্বর, ২৯ নম্বর পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ড, আন্দরকিল্লা মোড়, ২১ নম্বর জামালখাঁন, ৩২ নম্বর আন্দরকিল্লা ও অক্সিজেন মোড়, ২২ নম্বর এনায়েত বাজার, ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ি, ৩১ নম্বর আলকরণ, ৩৩ নম্বর ফিরিঙ্গিবাজার, ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ড, দেওয়ানহাট মোড়, ১৩ নম্বর পাহাড়তলী, ১৪ নম্বর লালখান বাজার, ২৩ নম্বর উত্তর পাঠানটুলী ও ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ড।

নিউজওয়ান২৪/এএস

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত