গ্রুপ চাম্পিয়ান পিএসজি
স্পোর্টস ডেস্ক
ফাইল ছবি
রেড স্টারকে তাদের মাটিতেই ৪-১ ব্যবধানে হারিয়ে নকআউট রাউন্ডে উঠে গেল পিএসজি। পিএসজির হয়ে একটি করে গোল করেন কাভানি, এমবাপে, মারকুইনস ও নেইমার। কঠিন এক গ্রুপের কঠিন সমীকরণকে সামনে রেখে সার্বিয়ান ক্লাব রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে খেলতে নামে নেইমার-এমবাপের পিএসজি।
এদিন ম্যাচের শুরুতেই গোলের দেখা পায় টমাস টুখেলের দল। ৯ মিনিটের মাথায় দারুণ কাউন্টার অ্যাটাক থেকে এমবাপের কাছ থেকে বল পেয়ে ফাঁকা গোলবারে গোল করে দলকে ০-১ ব্যবধানে এগিয়ে দেন উরুগুইয়ান স্ট্রাইকার এডিনসন কাভানি।
দুদলের প্রথম মোকাবেলায় পিএসজির কাছে বড় ব্যবধানে হেরেছিল রেড স্টার। তাই এই ম্যাচেও সেই রকমের একটি বড় ব্যবধানের হারের ইঙ্গিত পাওয়া যায় পিএসজির আক্রমণাত্মক খেলায়। ৩১ মিনিটে কাভানির কল্যাণে বল পেয়ে ২০ গজ দূর থেকে শট নিলেও গোল করতে ব্যর্থ হন নেইমার।
তবে ৪০ মিনিটেই কাঙ্ক্ষিত গোল পেয়ে যান নেইমার। মাঝমাঠ থেকে এমবাপের বাড়ানো বলে বাম পাশ থেকে বল নিয়ে ডি বক্সের ভেতর ঢোকেন নেইমার। সেখানে দুজন ডিফেন্ডার এবং গোলরক্ষক ডজে পরাস্ত করে চোখ ধাঁধানো একটি গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন এই ব্রাজিলিয়ান। দুই গোলের ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় পিএসজি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই এক গোল শোধ দেয় রেড স্টার। গোবেলিজ অসাধারণ এক ভলিতে পিএসজি গোলরক্ষক বুফনকে পরাস্ত করেন। তবে ৭৪ মিনিটে আবারও গোল করে পিএসজি। এবার ডি মারিয়ার ফ্রি কিক থেকে গোল করেন মারকুইনস।
ম্যাচের যোগ করা সময়ে আরও নেইমারের অ্যাসিস্ট গোল করে রেড স্টারের গোলমুখে শেষ পেরেকটি ঢুকিয়ে দেন এমবাপে। ৪-১ ব্যবধানের জয়ে গ্রুপ সেরা হয়েই দ্বিতীয় রাউন্ডে উঠলো নেইমারের পিএসজি।
নিউজওয়ান২৪/ইরু
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল