গৌরবজনক জয়ে এক ম্যাচ হাতে রেখেই ফাইনালে মাশরাফি বাহিনী
স্টাফ রিপোর্টার
বরাবরের মতো মাঠে শার্দূলের মতো তেজ আর সূর্যের মতো দীপ্তি ছড়িয়েছেন টাইগার দলপতি ম্যাশ ছবি: আইসিসি
যেন পাত্তাই পেল না ওয়েস্ট ইন্ডিজ। এক ম্যাচ বাকি রেখেই নিশ্চিত করে ফেললো টাইগাররা তাদের ফাইনাল। আয়ারল্যান্ডে অনুষ্ঠানরত ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজে টানা দুই ম্যাচে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয়ের ফলে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন বাংলাদেশ দল ফাইনালে পৌঁছে গেছে।প্রথম ম্যাচে জয় ছিল উইকেটের আর টুর্নামেন্টে নিজেদের তৃতীয় আর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে জয় এল ৫ উইকেটে।
আয়ারল্যান্ডের ডাবলিনের মালাহাইড ক্রিকেট ক্লাবে সোমবার ওয়েস্ট ইন্ডিজকে ২৪৭ রানে আটকে রেখে বাংলাদেশ জিতেছে হাতে ১৬ বল বাকি রেখেই।
এই ম্যাচে বাংলাদেশের জন্য সবচেয়ে ভাল খবর হচ্ছে, কাটার মাস্টার মোস্তাফিজ উইকেট পেতে শুরু করেছেন এবং তা ভালমতোই। বাঁহাতি এই পেসার দেখিয়ে দিয়েছেন তিনি সমায়িক সময়ের জন্য একটু ঝিমিয়ে নিচ্ছিলেন আসলে, কিন্তু ধার কমেনি মোটেই। তার প্রমাণ দিলেন তিনি ম্যাচের শুরু থেকেই। নিয়ন্ত্রিত বোলিং করছেন, নিয়মিত উইকেটও পেয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৯ ওভার বল করে ১ মেডেনে ৪৩ রান দিয়ে ৪ উইকেট শিকার করে আজ সোমবার বাংলাদেশের সবচেয়ে সফলতম বোলার ছিলেন মোস্তাফিজ।
টুর্নামেন্টে স্বাগতিক আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ রান উৎসবে মেতে উঠলেও বাংলাদেশের তেজের সামনে দাঁড়িয়ে যেন ছন্দ হারিয়ে ফেলছে। আজ সোমবারও তাই হয়েছে। তবে ম্যাচের প্রথম ব্রেক থ্রু এনে দেন ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা। অধিনায়ক ১০ ওভারে ৬০ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট।এছাড়া ১টি করে উইকেট পেলেও অসাধারণ বোলিং করেছেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। আগের ম্যাচের মতো এদিনও তারা দুই স্পিনারই ভীষণ কৃপণ ছিলেন, বিশেষ করে সাকিব।
অবশ্য অনেককেই চমকে দিয়ে একাদশে ঠাঁই পাওয়া আবু জায়েদের অভিষেকটা ভালো হয়নি। তিনি ৯ ওভারে ৫৬ রানে ছিলেন উইকেটশূন্য। ইনিংস শেষে মাঠ ছেড়েছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে, অর্থাৎ আহত হয়েছেন তিনি।
আজ টাইগারদের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়া ওয়েস্ট ইন্ডিজকে কিছুটা আশা দেখিয়েছিলেন আবারো সেই শাই হোপ-জেসন হোল্ডার জুটি। ক্যারিয়ারের সেরা ফর্মে থাকা হোপ বাংলাদেশের বিপক্ষে ভালো খেলাটা যেন নিয়মিত ঘটনা বানিয়ে ফেলেছেন। পরপর তিন ম্যাচে সেঞ্চুরি করেছেন তিনি বাংলাদেশের বিপক্ষে। আজও এগোচ্ছিলেন সেই লক্ষ্যের দিকে। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি। মাশরাফির বলে মুশফিকের গ্লাভসে ধরা পড়ার আগে হোপের রান ৮৭ রান। অর্থাৎ সেঞ্চুরি থেকে মাত্র ১৩ রান কম। আর আগের ম্যাচে উইন্ডিজ অধিনায়ক হোল্ডারকে প্যাভিলিয়নে পাঠানো বাংলাদেশ অধিনায়ক আজও একই দায়িত্ব পালন কলেন। মাশরাফির বলে আউট হওয়ার আগে হোল্ডার করেন ৬২ রান। হোপ-হোল্ডারের জুটি ক্যারিবীয়দের খাতায় যোগ করেছে ১০০ রান।
এদিনে হোপ-হোল্ডার ছাড়া আর তেমন কোনো ইনিংস আসেনি ক্যারিবীয়দের কাছ থেকে, স্কোরটাও তাই আড়াইু শও ছুঁতে পারেনি। ২৪৭ রানেই সন্তুষ্ট থাকতে হয়েছে। আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২৬২ রানের লক্ষ্য যদি বাংলাদেশ ৮ উইকেট হাতে রেখে জিতেছিল। তাই আজ ৫০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের করা ২৪৭ রানের টার্গেট পেরোতে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে মনোযোগ দেয় টাইগাররা।
বড় রান তাড়ার চাপ ছিল না। তারওপর দুই ওপেনার আরও নির্ভার করে দেন বাংলাদেশকে। উদ্বোধনী জুটিতে পঞ্চাশ আসে বলের সঙ্গে পাল্লা দিয়ে। তবে ৫৬ রানের জুটি ভাঙে তামিম ইকবাল ক্ষনিকের বেহিসেবি চালে। অফ স্পিনার অ্যাশলি নার্সকে টানা দুটি চার পেটানোর পর আবার বেরিয়ে মারতে চেয়েছিলেন ডাউন দি উইকেটে গিয়ে। এর খেসারত দিয়েছেন ব্যক্তিগত ২১ রানে আউট হয়ে গিয়ে।
তবে টাইগারদের অর্ধশত রানের জুটি আসে পরের উইকেটেও। অপর ওপেনার সৌম্য সরকারের সঙ্গী হন এবার সাকিব। কিন্তু এই জুটির শেষটাও ঠিক আগেরটির মতো। নার্সকে বাউন্ডারি মারার পরই আবার বেরিয়ে খেলতে গিয়ে আলতো ক্যাচে সাজঘরে ফেরেন ২৯ রান করা সাকিব আল হাসান। বাংলাদেশ সত্যিকার অর্থেই খানিকটা চাপে পড়ে যায় এসময়। টানা দ্বিতীয় ফিফটির পর সৌম্যও (৬৭ বলে ৫৪) উইকেট উপহার দিয়ে ফেরেন নার্সকে।
দলের রান তখন ৩ উইকেটে ১০৭। এবারকার জুটি দুই ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুন মিলে সরিয়ে দেন চাপ। দলকে এগিয়ে নেন জয়ের পথে। অবশ্য ৭ রানে নিশ্চিত রান আউটের খাড়া থেকে বেঁচে যান মিঠুন। রান নিতে গিয়ে পিছলে পড়েছিলেন মাঝ উইকেটে। কিন্তু নার্সের থ্রো চলে যায় কিপারের মাথার ওপর দিয়ে।
মুশফিক-মিঠুন জুটিতে আসে ৮৩ রান। দুটি করে চার ও ছক্কা মেরে মিঠুন আউট হন ৪৩ রানে। এরপর মাহমুদউল্লাকে নিয়ে মুশফিক গড়েন আরেকটি পঞ্চাশ রানের জুটি। নিজেও পেরিয়ে যান হাফ সেঞ্চুরি। কিন্তু কেমার রোচকে উড়িয়ে মারতে গিয়ে সীমানায় ধরা পড়েন ৬৩ রান করা মুশফিক। অবশ্য এর খানিক পরই ধরা দেয় জয়।
নিউজওয়ান২৪.কম/আরকে
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল