ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

গাইবান্ধায় প্লাস্টিকের চাল উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৬, ৪ ফেব্রুয়ারি ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাইবান্ধা শহরে নতুন বাজারে রুবান দেওয়ান এর দোকান থেকে সোমবার দুপুরে দেড় বস্তা প্লাস্টিকের চাল উদ্ধার করেছে পুলিশ। 

১৫ কেজি পরীক্ষার জন্য ঢাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয়েছে।
  
সদর থানার ওসি খান মো. শাহরিয়ার বলেন, গাইবান্ধা শহরের মুন্সিপাড়ার রনি মিয়া রোববার বিকেলে রুবান দেওয়ানের দোকান থেকে ছয় কেজি চাল কেনেন। বাড়িতে নিয়ে এসব চালের ভাত দেখে তার সন্দেহ হয়। সোমবার সকালে চাল ভাজতে কড়াইয়ে দেয়ার সঙ্গে সঙ্গে পুড়ে এবং গলে যাচ্ছে। একপর্যায়ে আগুনের তাপে সব চাল গলে জমাট বেঁধে বল আকৃতির হয়ে যায়। 

পরে রনি মিয়া চাল নিয়ে থানায় আসে। প্লাস্টিকের চাল বলে বিষয়টি বিষয়টি নিশ্চিত হলে ইউএনও উত্তম কুমার রায় জানানো হয়। পরে তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযানে যায়। দেড় বস্তা চাল উদ্ধার করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মাছুম আলীও উপস্থিত ছিলেন।

সদর উপজেলার ইউএনও উত্তম কুমার রায় বলেন, প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে উদ্ধারকৃত এসব চাল প্লাস্টিকের। এরপরও উদ্ধারকৃত চালের মধ্যে ১৫ কেজি পরীক্ষার জন্য ঢাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয়েছে।

নিউজওয়ান২৪/আ.রাফি

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত