খেলতে গিয়ে ব্রহ্মপুত্র নদে ৩ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
সংগৃহীত ছবি
ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে খেলতে গিয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ এপ্রিল) দুপুর ২টার দিকে নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যান সংলগ্ন ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে। তাদের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
তারা হলো নগরীর সানকিপাড়া এলাকার নাসিমের ছেলে মো. সায়েম (৭), একই এলাকার রতন মিয়ার ছেলে মো. আহাদ (১০) ও শহীদুল ইসলামের ছেলে মো. জিহাদ (৮)।
তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক কাফিয়া ফেরদৌসী। তিনি বলেন, দুপুর ২টা ১২ মিনিটে একসঙ্গে দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তারপর ১৪ মিনিট পর আরও এক শিশুকে মৃত অবস্থায় আনা হয়।
ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট লিডার মজিবুর রহমান বলেন, জয়নুল আবেদিন উদ্যান সংলগ্ন ব্রহ্মপুত্র নদে পাঁচজন শিশু খেলতে পানিতে নামে। পরে তাদের মধ্যে দুজন পানি থেকে উঠতে সক্ষম হলেও বাকি তিনজন পানিতে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ওই তিন শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেন।
একসঙ্গে তিন শিশুর মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠছে হাসপাতালটির শিশু ওয়ার্ড। সন্তানের জন্য কাঁদছেন বাবা-মা।
মৃত আহাদের বাবা রতন মিয়া বলেন, সকাল ১০টার দিকে দোকান থেকে কিছু কিনবে বলে আমার কাছ থেকে টাকা নিয়ে যায়। অনেকক্ষণ পরও ঘরে আসছিল না। পরে শুনতে পাই এ ঘটনা।
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত
- ভারত সফরে দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি হয়নি: শেখ হাসিনা