খুলনাকে উড়িয়ে দুইয়ে কুমিল্লা
নিউজওয়ান ডেস্ক
বিপিএলের পঞ্চম আসরের অন্যতম শক্তিশালী দল খুলনা টাইটান্স। কিন্তু মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে দলটিকে পাত্তাই দিল না কুমিল্লা ভিক্টোরিয়ান্স। একপেশে লড়াই শেষে খুলনাকে ৯ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করেছে কুমিল্লা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ১৯.২ ওভারে মাত্র ১১১ রানে গুটিয়ে যায় খুলনা টাইটান্স। জবাবে ব্যাটিংয়ে নেমে তামিম ইকবালের দারুণ ব্যাটিংয়ে ৩৭ বল ও ৯ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
এই জয়ের ফলে ৮ ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে ঢাকা ডায়নামাইটসকে টপকে দুই নম্বরে উঠে এসেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অন্যদিকে হেরে গেলেও ১০ ম্যাচ থেকে সর্বোচ্চ ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে খুলনা টাইটান্স।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জয়ে ৪২ বলে ১২টি চারের সাহায্যে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেন তামিম। এছাড়া লিটন দাস ২০ বলে ২১ এবং ইমরুল কায়েস ২১ বলে করেন ২২ রান।
১১২ রানের সহজতম লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে তামিম ও লিটনের মধ্যকার ৬৪ রানের জুটিতে খুলনা টাইটান্সের জয় সময়ের ব্যাপারে পরিণত হয়। লিটন ফিরে যাওয়ার পর তামিম ও ইমরুল মিলে ৩৯ বলে ৪৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।
এর আগে শোয়েব মালিক এবং আল-আমিনের বোলিং তোপে পড়ে মাত্র ১১১ রানে গুটিয়ে যায় খুলনা টাইটান্স। খুলনার হয়ে ২০`র কোটা স্পর্শ করতে পেরেছেন কেবল একজন। আরিফুল হক সর্বোচ্চ ২৪ রান করেছেন। এছাড়া কাইল অ্যাবোট ১৬, মাহমুদউল্লাহ ১৪, শফিউল ইসলাম ১৬, ক্রেইগ ব্রাফেট ১৩ এবং আফিফ হোসেন করেন ৮ রান।
কুমিল্লার হয়ে মালিক ১৪ রানে এবং আল-আমিন ২০ রানে সমান তিনটি করে উইকেট নেন। একটি করে উইকেট নেন মেহেদী হাসান, হাসান আলি, সাইফউদ্দিন ও ডোয়াইন ব্রাভো।
নিউজওয়ান২৪.কম
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল