‘খাসোগি হত্যার ন্যায়বিচারে মার্কিন প্রতিবেদন গুরুত্বপূর্ণ’
নিজস্ব প্রতিবেদক

সংগৃহীত ছবি
ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাসোগি হত্যার ঘটনায় জাতিসংঘের বিচারবহির্ভূত হত্যাবিষয়ক বিশেষ দূত অ্যাগনেস কালামার্ড বলেছেন, মার্কিন অপ্রকাশিত গোয়েন্দা প্রতিবেদন ন্যায়বিচার পাওয়ার চলমান চেষ্টার গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
শিগগিরই ওই প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
কালামার্ড বলেন, খাসোগি হত্যায় কে দায়ী, যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের (ডিএনআই) কার্যালয়ের এই প্রতিবেদন সেই তথ্য দেবে বলে তিনি মনে করেন। কলোম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নাইট ফার্স্ট অ্যামেন্ডমেন্ট ইনস্টিটিউটের আয়োজনে এক প্যানেল আলোচনায় তিনি আরো বলেন, যখন আমাদের কাছে আরো সাক্ষ্যপ্রমাণ আসবে, তখন বাকি বিশ্বের পক্ষে তা এড়িয়ে যাওয়া সম্ভব হবে না।
এই মানবাধিকার কর্মকর্তা আরো বলেন, জবাবদিহিতার স্বার্থে, মার্কিন গণতন্ত্রের স্বার্থে—ডিএনআই’র প্রতিবেদন অবশ্যই প্রকাশ করতে হবে।
এদিকে খাসোগিকে হত্যার বিস্তারিত গোয়েন্দা প্রতিবেদন এরইমধ্যে দেখেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।
প্রতিবেদনটি পড়েছেন কিনা প্রশ্নে বাইডেন বলেন, ‘হ্যাঁ, আমি পড়েছি।’
সূত্রের বরাতে সংবাদ সংস্থা এক্সিওসের প্রতিবেদন বলছে, মার্কিন গোয়েন্দা সংস্থার ওই বিস্ফোরক প্রতিবেদনে বাদশাহ সালমানের সন্তানদের একজন ফেঁসে যেতে পারেন। যদিও কোন সন্তান ফাঁসছেন, সে কথা বলেনি ওই খবর।
খাশোগি হত্যার বিষয়ে সৌদি বাদশাহর কাছে জানতে চাইবেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন।
২০১৮ সালে অক্টোবরে ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে বিয়ের কাগজপত্র আনতে গিয়ে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হন সাংবাদিক জামাল খাসোগি। তিনি সৌদি সরকারের নীতির কঠোর সমালোচক ছিলেন।
যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অব দ্য ন্যাশনাল ইন্টেলিজেনসের (ডিএনআই) গোপনীয় প্রতিবেদনে আভাস দেওয়া হয়েছে, খাসোগিকে হত্যা করে তার শরীর টুকরো টুকরো করে ফেলার ঘটনায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান জড়িত। পশ্চিমা বিশ্বে যিনি এমবিএস নামে পরিচিত।
মার্কিন গণমাধ্যমের খবরে পরবর্তীতে বলা হয়, এমবিএস এই হত্যায় জড়িত বলে সিআইএ সিদ্ধান্তে এসেছে। যুবরাজ এই অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেন। তবে রাষ্ট্রের কার্যত নেতা হিসেবে দায়বদ্ধতা স্বীকার করেন তিনি।
এদিকে দেশের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে যুক্তরাষ্ট্রে তার সমকক্ষ লয়ে অস্টিনের সঙ্গে কথা বলেন যুবরাজ। কিন্তু বাইডেনের সঙ্গে তার কথা হয়নি।
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন