ঢাকা, ২২ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

খাশোগিকে বিপজ্জনক ইসলামপন্থি বলেছিলেন সৌদি যুবরাজ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:১৮, ২ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

সাংবাদিক জামাল খাশোগি খুনের পর হোয়াইট হাউজকে টেলিফোনে সৌদি যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেছিলেন, খাশোগি বিপজ্জনক ইসলামপন্থি। বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট ও নিউ ইয়র্ক টাইমস পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি দূতাবাসে প্রবেশের পর নিখোঁজ হন সৌদি রাজপরিবারের কট্টোর সমালোচক ওয়াশিংটন পোস্টের কলাম লেখক জামাল খাশোগি। পরের দিন তুরস্কের পক্ষ থেকে দাবি করা হয়, দূতাবাসের ভেতরেই খাশোগিকে হত্যা করা হয়েছে। তবে সৌদি এ দাবি অস্বীকার করে। এক সপ্তাহ পরে ৯ অক্টোবর খাশোগি ইস্যুতে হোয়াইট হাউজের সঙ্গে টেলিফোনে কথা বলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জেরার্ড কুশনার ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের কাছে করা টেলিফোনে সৌদি যুবরাজ বলেন, জামাল খাশোগি চরমপন্থি সংগঠন মুসলিম ব্রাদারহুডের  সদস্য। এসময় তিনি সৌদি-মার্কিন সুসম্পর্ক বজায় রাখার আহ্বানও জানান।

সৌদি আরব অবশ্য এই টেলিফোন আলাপের বিষয়টি অস্বীকার করেছে। জামাল খাশোগিকে হত্যার খবর প্রথমে অস্বীকার করলেও পরে আন্তর্জাতিক সমালোচনা ও চাপের মুখে খুনের বিষয়টি স্বীকার করতে বাধ্য হয় রিয়াদ। ইতিমধ্যে এ ঘটনার  যৌথ তদন্তে থাকা সৌদি আরবের সরকারি কৌঁসুলি জানিয়েছেন, দূতাবাসে প্রবেশের পরই খাশোগিকে হত্যা করা হয় এবং এটি ছিল পূর্ব পরিকল্পিত।  তবে খাশোগিকে হত্যার পর তার লাশ কোথায় পুঁতে ফেলা হয়েছে সে ব্যাপারে সৌদি  এখনো কোনো কিছু জানায়নি।

নিউজওয়ান২৪/এমএস

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত