ঢাকা, ০১ ফেব্রুয়ারি, ২০২৫
সর্বশেষ:

খালেদা জিয়ার প্যারোলে মুক্তির মতো পরিস্থিতি হয়নি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৪, ৭ এপ্রিল ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলে মুক্তি রাজনৈতিক নয় আইনি বিষয় জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। 

রোববার রাজধানীতে হানিফ সাংবাদিকদের আরো বলেন, খালেদা জিয়ার প্যারোলে মক্তির মতো পরিস্থিতি তৈরি হয়নি।

তিনি আরো বলেন , সাধারণত দণ্ডপ্রাপ্ত কারো আত্মীয়স্বজন মারা গেলে তাকে শেষ দেখা বা শেষকৃত্যের জন্য ও অসুস্থ হলে প্যারোলে মুক্তির এ বিষয়টি আসে। তবে আমার জানা মতে, তার তেমন কোনো পরিস্থতি হয়নি।

দণ্ড নিয়ে একবছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার বিরুদ্ধে এ মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি বিএনপি নেতাকর্মীদের।

বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রয়েছেন তিনি। গত ১ এপ্রিল চিকিৎসার জন্য তাকে পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালে নেয়া হয়।

৭৪ বছর বয়সী খালেদা জিয়া আথ্রাইটিস, ডায়াবেটিসসহ বয়সজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন। বিএনপি তাদের নেত্রীকে বিশেষায়িত কোনো হাসপাতালে ভর্তির দাবি জানিয়ে আসছেন দলটির নেতারা।

বিভিন্ন সময়ে তারা অভিযোগ করে আসছেন বিএসএমএমইউতে তার সুচিকিৎসা হবে না।এদিকে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে গণঅনশন করেন দলটির নেতাকর্মীরা।

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত