খালেদা জিয়ার এত মায়াকান্না কেন: প্রধানমন্ত্রী
স্টাফ রিপোর্টার

হাসিনা ও খালেদা জিয়া ফাইল ফটো
ঢাকা: কোনো বন্দুকযুদ্ধ নয়, রাজধানীর উত্তরার কলেজ ছাত্র ফাহিমকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ‘বন্দুকযুদ্ধ’ প্রসঙ্গে সরকারকে দায়ী করে খালেদার এই অভিযোগের জবাব দেরিতে হলেও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মাদারীপুরে শিক্ষক হত্যাচেষ্টা ঘটনায় আটক ফাইজুল্লাহ ফাহিম পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হওয়ার পর তার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ‘মায়াকান্না’ করছেন মন্তব্য করে এর পেছনের কারণ জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, যে লোকটা একজন কলেজ শিক্ষককে মারতে গিয়ে জনগণের কাছে হাতেনাতে ধরা পড়ে তার জন্য খালেদা জিয়ার এত মায়াকান্না কেন- এটা আমার প্রশ্ন?
প্রধানমন্ত্রী আরও বলেন, তার মানে কী দাঁড়াচ্ছে? হাড়ির ভাত সেদ্ধ হচ্ছে কী না একটা টিপলেই বুঝা যায়। এই ঘটনা থেকেই বোঝা যায় গুপ্তহত্যার সাথে তাদের একটা সম্পর্ক রয়েছে। প্রকাশ্যে মানুষ পুড়িয়ে তারা জনগণের রুদ্ররোষের শিকার হয়েছে। এখন গুপ্তপথে এসব ঘটনা ঘটিয়ে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে।
উল্লেখ্য, গত ১৫ জুন মাদারীপুরের সরকারি নাজিম উদ্দিন কলেজের গণিতের প্রভাষক রিপন চক্রবর্তীকে কুপিয়ে হত্যাচেষ্টার সময় ঘটনাস্থল থেকে ফাহিমকে আটক জনতা। পরে পুলিশ তাকে আদালতে নিলে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড দেয় আদালত। পরদিন সকালে মাদারীপুরের একটি চরে কথিত ‘বন্দুকযুদ্ধে’ফাহিম নিহত হন বলে পুলিশ কর্মকর্তারা জানান।
ঢাকার উত্তরার কলেজ ছাত্র ফাহিম ‘ইসলামী ছাত্র শিবিরের কর্মী’ ছিলেন জানিয়ে কয়েকদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, শিক্ষক হত্যাচেষ্টার সময় তার ধরা পড়ার মধ্য দিয়ে ‘গুপ্তহত্যায়’ কারা জড়িত তা স্পষ্ট হয়েছে।
এদিকে, বুধবার যখন প্রধানমন্ত্রী সংসদে খালেদার বিরুদ্ধে ‘মায়াকন্না’ বিষয়ক অভিযোগ আনেন- সেই একইদিন খালেদা জিয়া রাজধানীর গুলশানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে বলেন, বিএনপি নেতাকর্মীদের গুম-খুনের সঙ্গে র্যাব-পুলিশ জড়িত।
নিউজওয়ান২৪.কম/আরকে
- বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম নারী শেখ হাসিনা
- সিরাজুল আলম খান রহস্য, একটি রাজনৈতিক বিতর্ক
- ঘটনা গুরুতর: প্রধান বিচারপতির উত্তরের আশায় পুরো বাংলাদেশ!
- পিরিয়ডের সময় যে খাবারগুলো ক্ষতিকর
- ‘ডোপ টেস্ট’ কী? জেনে নিন...
- দুর্লভ সাদা গোখরাটি জ্যান্ত গিলে খেল অপর সাপকে! (ভিডিও)
- মইনুলকে জানি না তবে মাসুদা ভাট্টি চরিত্রহীন: তসলিমা
- আহ! কাকের বাসা
- উন্মাদের পরিবেশ সচেতনতা কার্টুন প্রদর্শনী শুরু
- র্যাবের নয়া এডিজি কর্নেল আনোয়ার লতিফ খান, পিএসসি
- ৫ বছর আগের কার্টুনের বক্তব্য...
- বিবস্ত্র হয়ে ঘর পরিষ্কার, অতঃপর...
- কেমন যাবে আপনার আজকের দিন
- গরীবের কংকাল ঢাকে ধনবানের স্ফীত উদর!
- রওশনের বাবা নাকি এরশাদ?- প্রথম আলো