ক্রিকেটেও ‘হ্যাশট্যাগ মিটু’: অভিযুক্ত রানাতুঙ্গা ও মালিঙ্গা
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘হ্যাশট্যাগ মিটু’ ঝড়ে কাঁপছে সবাই। ভার্চুয়াল এ আন্দোলনের প্রভাবে থলে থেকে বেরিয়ে আসছে অনেক অজানা তথ্য যা কখনোই প্রকাশ পাওয়ার কথা ছিল না। মূলত বিভিন্ন সেলিব্রেটিদের কাছ থেকে যৌন হয়রানীর শিকার হওয়ার ঘটনাগুলোই প্রকাশ পাচ্ছে এইট হ্যাশট্যাগ মিটু’তে।
সম্প্রতি ফুটবল বিশ্ব দেখেছে বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবল তারকা পর্তুগালের ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোর বিরুদ্ধে করা নিপীড়নের মামলা। এই তারকার বিরুদ্ধে ছিল একাধিক নারী কেলেঙ্কারির অভিযোগ। সেই ঝড় শেষ না হতেই এবার ক্রিকেট বিশ্বে শুরু হল ‘হ্যাশট্যাগ মিটু’ ঝড়। ক্রিকেটের সাবেক ও বর্তমান দুই বড় তারকাকে ঘিরে এই অভিযোগ। গত বুধবার শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক ও বর্তমান মন্ত্রী অর্জুনা রানাতুঙ্গার বিরুদ্ধে তোলা হয়েছে যৌন হয়রানীর অভিযোগ। গতকাল বৃহস্পতিবার একই দেশের ক্রিকেট তারকা লাসিথ মালিঙ্গার বিরুদ্ধে উঠল একই অভিযোগ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হ্যাশট্যাগ মিটু’ আন্দোলন নিয়ে কাজ করছেন ভারতের প্লেব্যাক সিঙ্গার চিন্ময়ী শ্রীপদ। অনেকেই সামাজিকতার ভয়ে এসব ঘটনা প্রকাশ করতে ভয় পান। তাদের জন্যই এই গায়িকা কাজ করে যাচ্ছেন। যৌন হেনস্তাকারীদের নাম জানিয়ে সে ঘটনা টুইটারে মেসেজ হিসেবে পাঠিয়ে দিচ্ছেন ভুক্তভোগীরা। আর সেটা প্রকাশ করছেন চিন্ময়ী। ভুক্তভোগী নারীর পক্ষে জনসম্মুখে শ্রীলঙ্কার তারকা পেসার লাথিস মালিঙ্গার নাম প্রকাশ করেছেন তিনি।
চিন্ময়ীর কাছে আসা পোস্টে মালিঙ্গার বিষয়ে বলা হয়েছে ভুক্তভোগী নারী শ্রীলঙ্কার এক তারকা ক্রিকেটারের দ্বারা যৌন হয়রানীর শিকার হয়েছেন যিনি কিনা আইপিএলে মুম্বাইয় ইন্ডিয়ান্সের হয়ে খেলেন। চিন্ময়ী এই ম্যাসেজ দেখে সরাসরি মালিঙ্গাকে নিয়ে পোস্ট করেন।
ওই নারীর ম্যাসেজে বলা হয়েছে আইপিএল চলাকালীন সময়ে মুম্বাইয়ের এক হোটেলে তার সঙ্গে এই ঘটনা ঘটেছিল। তিনি তাঁর বান্ধবীকে খুঁজতে গিয়ে শ্রীলঙ্কার সেই ক্রিকেটারের সঙ্গে দেখা হয় এবং সেই ক্রিকেটার তাকে মিথ্যে কথা বলে রুমে নিয়ে যায়। সেখানে তিনি যৌন হয়রানীর শিকার হন এবং ভয়ঙ্কর ভাবে অপমানিত বোধ করেন।
এর আগে গত বুধবার শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার অর্জুনা রানাতুঙ্গার নামেও একই অভিযোগ ওঠে। রানাতুঙ্গার নামে যৌন হয়রানির অভিযোগ করেছেন ভারতীয় বোধিসত্ত্বা ইয়ামাইওহো নামের এক বিমান কর্মী।
ওই নারীর অভিযোগে লিখেছেন মুম্বাইয়ের জুহু সেন্টার হোটেলে তার সঙ্গে এই ঘটনা ঘটেছিল। তার এক বান্ধবী ক্রিকেটারদের দেখে তাদের অটোগ্রাফ নিতে চাইলে তিনি বান্ধবীকে নিয়ে যান। ক্রিকেটাররা সাতজন ও তারা দুজন। এ কারণে তিনি তার বান্ধবীকে ফিরে আসার জন্য জোর করতে থাকেন। কিন্তু বড় তারকাদের দেখে বান্ধবী পুলের চারপাশে হাঁটতে যেতে চাইল তাদের সঙ্গে। পুলের পথটা ছিল হোটেলের পেছনের দিকে, পুরোটাই অন্ধকার। রানাতুঙ্গা এমন সময়ে তাকে যৌন হয়রানি করেছিলেন।
নিউজওয়ান২৪/এমএস
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল