ঢাকা, ৩০ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

ক্রিকইনফোর বর্ষসেরার তালিকায় ছয় বাংলাদেশি

খেলা ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৩, ২৪ ফেব্রুয়ারি ২০১৭  

গতবার ক্রিকইনফোর উদীয়মান তারকা ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। এবার সে ক্যাটাগরিতে জিতবেন কেউ বাংলাদেশের হয়ে? সেটা জানা যাবে আজ রাতেই।

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো প্রতি বছরই বিভিন্ন ক্যাটাগরিতে ক্রিকেটারদের পুরস্কার দিয়ে আসছে। এবারও বিভিন্ন ক্যাটাগরির মনোনয়ন তালিকায় রয়েছে বাংলাদেশের উদীয়মান তারকা মেহেদী হাসান মিরাজসহ ছয় বাংলাদেশি ক্রিকেটার।

মিরাজ মনোনয়ন পেয়েছেন বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের বিভাগে। এছাড়া বর্ষসেরা টেস্ট বোলিং বিভাগেও আছেন তরুণ এই অফ স্পিনার।  

মিরাজ ছাড়াও আরও পাঁচ বাংলাদেশি ক্রিকেটার আছেন মনোনয়ন তালিকায়—তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ ও সাব্বির রহমান।

টেস্ট ব্যাটিং পারফরম্যান্সে আছেন তামিম ইকবাল। ওয়ানডের সেরা বোলিং পারফরম্যান্সে জায়গা করে নিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ২৯ রানে ৪ উইকেট নেয়া মাশরাফি রয়েছেন আলোচনায়।

টি-টোয়েন্টি বর্ষসেরা বোলিংয়ের তালিকায় আছেন মুস্তাফিজুর রহমান। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট পাওয়া মুস্তাফিজের সঙ্গে বিশ্বকাপেই ৫ উইকেট পাওয়া আরেক বোলার জেমস ফকনারের লড়াই হবে বেশ।

টি-টোয়েন্টির ব্যাটিং বিভাগে বাংলাদেশের আছেন সাব্বির রহমান ও মাহমুদউল্লাহ রিয়াদ। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে সাব্বির রহমানের ৮০ রানের ইনিংস কিংবা পাকিস্তানের বিপক্ষে মাহমুদউল্লাহর মহাগুরুত্বপূর্ণ ২২ রান জায়গা করে নিয়েছে এখানে।

নিউজওয়ান২৪.কম

খেলা বিভাগের সর্বাধিক পঠিত