ক্যাচ মিসের মাশুল দিলো বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
সংগৃহীত ছবি
ক্যাচ হাতছাড়ার মাশুল গুনতে দ্বিতীয় ম্যাচেই সিরিজ হেরে গেল বাংলাদেশ। ক্রাইস্টচার্চে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের দেওয়া ২৭২ রানের লক্ষ্য কিউইরা টপকে যায় ৫ উইকেট হাতে রেখে। ক্রাইস্টচার্চে রান তাড়ায় নেমে এটি রেকর্ড।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭১ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৭৮ রান করেন অধিনায়ক তামিম ইকবাল। ওয়ানডেতে অর্ধশতকের অর্ধশতকের কীর্তি গড়ার দিনে ১০৮ বলে হাঁকান ১১টি চার।
শেষদিকে মোহাম্মদ মিঠুনের ঝড়ো ব্যাটে বাংলাদেশ পায় লড়াকু পুঁজি। ৫৭ বলে ৬টি চার ও ২টি ছক্কা হাঁকিয়ে ৭৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মিঠুন। এছাড়া মুশফিকুর রহিম ৫৯ বলে ৩৪ ও সৌম্য সরকার ৪৬ বলে ৩২ রান করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ২৮ রানে মার্তিন গাপটিলকে হারায় কিউইরা। মুস্তাফিজের রহমানের বলে তার হাতেই ক্যাচ তুলে দেন গাপটিল। এরপর জোড়া আঘাত হানেন দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমে শেখ মেহেদী হাসান। চতুর্থ উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন ডেভন কনওয়ে ও অধিনায়ক টম ল্যাথাম।
দুইজনের ১১৩ রানের পার্টনারশিপে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। এতে দায় আছে বাংলাদেশেরও। পিচ্ছিল হাতের ফিল্ডিং বাংলাদেশকে বেশ ভুগিয়েছে, অনেক সুযোগও নষ্ট করেছে। তামিম ইকবালের দুর্দান্ত থ্রোতে ৯৩ বলে ৭২ রান করা কনওয়ে সাজঘরে ফেরেন। এরপরও মোমেন্টাম নিজেদের দিকে নিতে পারেনি বাংলাদেশ। মুশফিক, তামিম, মেহেদীদের ক্যাচ হাতছাড়ার মাশুল গুনতে হয় ম্যাচ হেরে।
সুযোগ পেয়ে ল্যাথাম হাঁকান শতক। ক্যারিয়ারের ৫ম শতক হাঁকিয়েই ক্ষান্ত হননি, মাঠ ছাড়েন দলের জয় নিশ্চিত করে। ৩৪ বলে ৩০ রান করে জিমি নিশাম সাজঘরে ফিরলেও ড্যারিল মিচেলকে সঙ্গে নিয়ে ১০ বল ও ৫ উইকেট বাকি থাকতেই জয় তুলে নেন ১০৮ বলে ১১০ রান করে অপরাজিত ল্যাথাম। অধিনায়কোচিত এই ইনিংসে ছিলো ১০টি চার।
নিউজিল্যান্ডের পক্ষে মিচেল স্যান্টনার দুটি এবং ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি ও কাইল জেমিসন একটি করে উইকেট শিকার করেন। বাংলাদেশের পক্ষে মুস্তাফিজ ও মেহেদী দুটি করে উইকেট শিকার করেন।
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল