ঢাকা, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫
সর্বশেষ:

কৌশলগত কারণে চূড়ান্ত তালিকা প্রকাশ সম্ভব নয়: কাদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৯, ২৬ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থীদের তালিকা কৌশলগত কারণে প্রকাশ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার ধানমন্ডিতে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলছেন, আওয়ামী লীগের মনোনয়নের তালিকা করা হয়েছে, তবে সেটা প্রেসের জন্য নয়। তাই মনোনয়ন তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার আগে লোকের মুখে শুনে কিছু না লিখতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানাচ্ছি। কারণ মনোনয়ন দেওয়া হয়নি এমন অনেকের নাম মিডিয়া এসেছে। এভাবে লিখলে প্রার্থীদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে।

এর আগে, বোরবার সকাল থেকে প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে চিঠি দেয়া শুরু করে আওয়ামী লীগ। বঙ্গবন্ধু এভিনিউয়ের দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ওই চিঠি প্রার্থীদের হাতে তুলে দেয়া হয়।

নিউজওয়ান২৪/এএস

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত