ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

কোয়েটায় হাজারাদের ওপর বোমা হামলা, নিহত ২০ আহত ৪৮

প্রকাশিত: ২১:২১, ১২ এপ্রিল ২০১৯  

মর্গের বাইরে নিহতদের স্বজনরা পরষ্পরকে প্রবোধ দেওয়ার চেষ্টা করছেন    ছবি: এপি

মর্গের বাইরে নিহতদের স্বজনরা পরষ্পরকে প্রবোধ দেওয়ার চেষ্টা করছেন ছবি: এপি

শুক্রবার সকালে পাকিস্তানের কোয়েটার হাজরগঞ্জ বাজারে হাজারা সম্প্রদায় অধ্যুষিত লক্ষ্যবস্তুতে বোমা হামলায় অন্তত ২০ জন নিহত এবং ৪৮ জন আহত হয়েছেন।

স্থানীয় পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) আব্দুর রাজ্জাক চিমা জানান, এ হামলায় কমপক্ষে আটজন হাজরা এবং এক ফ্রন্টিয়ার কর্প সৈনিকের প্রাণহানি ঘটেছে দাবি করা হয়েছে।  তারা এ সম্প্রদায়ের নিরাপত্তার জন্য নিযুক্ত ছিলেন। এছাড়া যারা প্রাণ হারিয়েছে তাদের মধ্যে রয়েছে ব্যবসায়ী, দোকানদার, শ্রমিক ও স্থানীয় বাসিন্দা।

আহত ৪৮ জনের মধ্যে চারজন ফ্রন্টিয়ার কর্পস সদস্য রয়েছে।

একটি সবজি বাজারে মুদির দোকানে হামলাটি চালানো হয় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইইডি) মাধ্যমে যা রাখা চিল একটি আলুর বস্তায়।  

চিমা জানান, ওই বোমা হামলাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী হাজরাদের লক্ষ্য করে চালানো হয়েছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউদ্দিন লাঙ্গোভি বলেছেন এই হামলা কোনো সম্পদ্রায়কে লক্ষ্য করে চালানো হয়নি। মারি বালুচ এবং ফ্রন্টিয়ার কর্পস- উভয় পক্ষের লোকই মারা গেছে, তবে হাজরা সম্প্রদায়ের সংখ্যা ছিল বেশি। মন্ত্রীর মতে, এটি ছিল আত্মঘাতী হামলা। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, ওটা রিমোট কন্ট্রোল্‌ড ছিল নাকি টাইম ফিক্সড বোমা ছিল তা তদন্ত করে দেখছে আমাদের বিশেষজ্ঞরা। এই মুহূর্তে আমরা ব্যস্ত আছি আহতদের চিকিৎসায়। 

আহতদের যে হাসপাতালে নেওয়া হয়েছে সেখানে জরুরি চিকিৎসা অবস্থা জারি করা হয়েছে। ডন.কম 
 

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত