ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

কোহলির রেকর্ড ভেঙে দিলেন বাবর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৪, ৫ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

যেকোন রেকর্ডই গড়া হয় ভাঙার জন্য। ক্রিকেট বিশ্বে এ কথা প্রমাণ করলেন পাকিস্তানি ব্যাটসম্যান বাবর আজম। বর্তমান ক্রিকেট বিশ্বের বিস্ময়, ভারত ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির রেকর্ড ভেঙে দিয়ে নতুন রেকর্ড গড়লেন তিনি। 

রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে বাবর করেছেন ৭৯ রান। এ রানের সুবাধেই টি-টোয়েন্টিতে নিজের এক হাজার রান পূর্ণ করলেন তিনি। আর এতেই ভেঙে গেল বিরাট কোহলির রেকর্ডও। 

টি-টোয়েন্টিতে এক হাজার রান করতে বাবর খেলেছেন ২৬টি ইনিংস যা একটি রেকর্ড। এ রেকর্ডটি এতদিন ছিল বিরাট কোহলির রেকর্ডে। টি-টোয়েন্টিতে এক হাজার রান করতে ভারতীয় এই ব্যাটিং জিনিয়াসের লেগেছিল ২৭ ইনিংস। 

বাবর আজম টি-টোয়েন্টিতে এক হাজার রান করা পঞ্চাশতম ব্যাটসম্যান। বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ের শীর্ষস্থানে রয়েছেন তিনি। 

নিউজওয়ান২৪/এমএস

খেলা বিভাগের সর্বাধিক পঠিত