ঢাকা, ০৫ ডিসেম্বর, ২০২৪
সর্বশেষ:

কোরবানির গোশতে ‘আল্লাহু’ লেখা!

ধর্ম ডেস্ক

প্রকাশিত: ০০:৩৯, ১৮ আগস্ট ২০১৯  

‘আল্লাহু’ খচিত মাংসের টুকরোটি (ছবি: সংগৃহীত)

‘আল্লাহু’ খচিত মাংসের টুকরোটি (ছবি: সংগৃহীত)

অলৌকিক অনেক কিছুই ঘটে চলেছে পৃথিবীতে। এগুলোর অনেকগুলোরই বৈজ্ঞানিক ব্যাখ্যা আজ পর্যন্ত আবিষ্কৃত হয়নি। তেমনই একটি, কোরবানির গরুর গোশতে আরবিতে ‘আল্লাহু’ লেখা থাকা। 

অনেকেই কোরবানির গরুর গোশতে ‘আল্লাহু’ লেখা খুঁজে পান। তারা এটিকে আল্লাহর অশেষ রহমত বা কুদরত মনে করেন।

এবারের ঈদে সিলেটের বালাগঞ্জে আরবি হরফে ‘আল্লাহু’ লেখা কোরবানির গরুর এক টুকরো গোশত পাওয়া গেছে। 

বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের সোনাপুর গ্রামের প্রবাসী জহুর আলীর বাড়িতে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সোমবার (১২ আগস্ট) কোরবানির দিন রাতে সোনাপুর পূর্বপাড়ার প্রবাসী জহুর আলীর বাড়িতে গৃহিণী শেফা বেগম ঈদুল আজহায় কোরবানি করা গরুর মাংস রান্না করেন। রান্না শেষে খাবার পরিবেশনের সময় শেফা বেগমের মেয়ে কলেজছাত্রী ফাহিমা আক্তার লিজা আরবি হরফে ‘আল্লাহু’ খচিত মাংসের টুকরোটি দেখতে পান।

এ ঘটনা জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দেয়। লোকজন গোশতের টুকরোটি একনজর দেখার জন্য প্রবাসী জহুর আলীর বাড়িতে জড়ো হন।

ইউপি সদস্য আব্দুর রশীদ, মাওলানা আতহার আলী গোশতের টুকরোয় ‘আল্লাহু’ খচিত থাকার বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া জানান, সোনাপুর পূর্বপাড়া গ্রামের প্রবাসী জহুর আলীর কোরবানির গোশতে আরবি হরফে ‘আল্লাহু’ খচিত গোশতের একটি টুকরো পাওয়া গেছে।

নিউজওয়ান২৪.কম/আহনাফ