কে এগিয়ে, শচীন নাকি বিরাট?
নিউজ ডেস্ক
ফাইল ছবি
ভারতের লিটল মাস্টার খ্যাত শচীন টেনডুলকারকে সেরা ব্যাটসম্যান হিসেবেই ধরা হয়। তবে সেখানে তার পাশে বর্তমান ভারতের ওয়ানডে দলের অধিনায়ক বিরাট কোহিলির নামও শোনা যাচ্ছে। কে বড় ব্যাটসম্যান প্রশ্নে শচীনের পাশে কোহিলির নাম উঠে আসছে। তবে পরিসংখ্যানে সীমিত ওভার ক্রিকেটে আপাতত এগিয়ে বিরাট কোহলি।
সম্প্রতি শচীনকে পিছনে ফেলে দ্রুততম ১০ হাজার রানের রেকর্ডটি নিজের করে নিয়েছে কোহলি। দশ হাজার রান পূর্ণ করতে কোহলি খেলেন মাত্র ২০৫ ইনিংস, যার ধারে কাছে নেই সচিনসহ ব্যাটিংয়ের অন্যান্য কিংবদন্তিরা। ওয়ান ডে ক্রিকেটের এই পর্বত শৃঙ্গ ছুঁয়েছেন অপর বিশ্বসেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। দেখে নেওয়া যাক, ১০ হাজার রানে থাকা অবস্থায় দুই ক্রিকেটারের পরিসংখ্যান।
দশ হাজার রান পূর্ণ করতে বিরাট খেলেন ২০৫ ইনিংস, আর শচীনের লেগেছিল ২৫৯টি ইনিংস।
দশ হাজার রান করার সময় বিরাটের ভান্ডারে ছিল ৩৭টি সেঞ্চুরি ও ৪৮টি হাফ সেঞ্চুরি। শচীন দশ হাজার ছুঁয়েছিলেন ২৮টি শতক ও ৫০টি অর্ধশতকের হাত ধরে।
দশ হাজার রানের ক্লাবে পৌঁছনোর সময় ভারতের মোট দলগত রানের ২০.২ শতাংশ অবদান ছিল বিরাটের। আর শচীনের ক্ষেত্রে তা ছিল ১৯.৩ শতাংশ।
দশ হাজারে পৌঁছনোর সময় শচীন ৩৮ বার ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন, বিরাট পেয়েছেন ৩০টি ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার। তবে বিরাট ৮ বার কম ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ৫৪টি ম্যাচ কম খেলে।
ঘরের মাঠে ১৬০টি একদিনের ম্যাচ খেলার পর শচীনের গড় ছিল ৪৮.১১। আর বিরাটের ক্ষেত্রে ৭৭টি একদিনের ম্যচের পর বিরাটের গড় ৫৯.২৫।
দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ায় শচীন ১৩২টি একদিনের ম্যাচ খেলে ৯টি সেঞ্চুরি করেছেন, বিরাট সেখানে এই দেশগুলিতেই ৬৭টি একদিনের ম্যাচে করেছেন ৯টি সেঞ্চুরি।
নিউজওয়ান২৪/জেডএস
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল