ঢাকা, ২২ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

কুষ্টিয়ায় সাব-রেজিস্ট্রারকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:০৩, ৯ অক্টোবর ২০১৮  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি


কুষ্টিয়া সদর উপজেলা সাব-রেজিস্ট্রার নুর মোহম্মদকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাত ১১টার দিকে কুষ্টিয়া শহরের বাবর আলী গেট এলাকার একটি ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত নুর মোহম্মদের গ্রামের বাড়ি কুড়িগ্রামে। তিনি ওই বাড়ির তিনতলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে একাই থাকতেন।

কুষ্টিয়া সদর ফাঁড়ির ইনচার্জ সন্তু বিশ্বাস জানান, বাড়ির মালিক ফোন করে জানান নুর মোহম্মদ হাত-পা বাঁধা অবস্থায় ঘরের মধ্যে পড়ে আছে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাজিবুল হাসান জানান, হাসপাতালে আনার আগেই নুর মোহম্মদ মারা যান। তার দুই হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

নিউজওয়ান২৪/এমএম

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত