ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

কালো বেড়াল অশুভ?

ইত্যাদি ডেস্ক

প্রকাশিত: ১৩:১৪, ২৯ সেপ্টেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

কালো বেড়াল অশুভ। এই প্রাণী রাস্তা পেরোলে, অনেকেই গাড়ি থামিয়ে দেন৷ কারণ মৃত্যুভয়৷ এই ধরণের কালো বেড়াল নিয়ে নানাবিধ সংস্কার কিন্ত‌ু আজকের নয়৷ সেই মধ্যযুগ থেকেই দুর্ভাগ্যের প্রতীক হিসেবে বিশ্বাস করা হয় একে৷

একসময় পোপ গ্রেগরি (খ্যাতিমান যাজক) সিদ্ধান্ত নিয়েছিলেন, অশুভ আত্মাদের রুখতে কালো বেড়ালকে ব্যবহার করা হবে৷ তারা নাকি অশুভ আত্মাদের বন্ধু৷

তাছাড়া মধ্যযুগে বিশ্বাস করা হত, কালো বেড়াল এসেছে ডাইনি গোত্র থেকে৷ তারা সব সময় কালো বেড়াল পালত। প্রতিবেশীদের ওপর নজরদারি চালাতে তারা এটার দেখভাল করত৷

ওই যুগে, ব্যবসায়ী ও তার পরিবারের প্রিয় বন্ধ‌ু ছিল কালো বেড়াল৷

এখন অনেকে কালো বেড়াল পুষতে চান না, স্রেফ আনলাকি বলে৷ একই সঙ্গে প্রচণ্ড চিত্‍কার করে এই বেড়াল। যা ভয়ার্ত৷

নিউজওয়ান২৪/জেডএস

ইত্যাদি বিভাগের সর্বাধিক পঠিত