ঢাকা, ২২ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

কালুখালীতে প্রাইভেটকার খাদে পড়ে নিহত ২

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৬, ১১ অক্টোবর ২০১৮  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর কালুখালীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার বোয়ালীয়া ইউনিয়নের পাংশা-মৃগী আঞ্চলিক সড়কের শ্যামসুন্দরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বাংলাট এলাকার সজল কাজীর ছেলে রিপন কাজী (৩৫)। মানিকগঞ্জ জেলার শরুপাই এলাকার হাসেম মোল্লার ছেলে মনির আহম্মেদ (৪২) ।
 
সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মো. ফজলুল করিম জানায়, সকালে ঢাকা মেট্টো গ-১১-৪০৫৪ প্রাইভেটকারটি উপজেলার লারিবাড়ি এলাকায় যাচ্ছিল। আর এ সময় কালুখালী উপজেলার শ্যামসুন্দরপুর এলাকায় আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খাদে পড়ে যায়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারটি উদ্ধার করে। সেই সাথে প্রাইভেট কারের মধ্যে থাকা চালক রিপন কাজী ও আরোহী মনির আহম্মেদের মরদেহ উদ্ধার করা হয়।

নিউজওয়ান২৪/এএস

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত