ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক হাসপাতালে

সাভার প্রতিনিধি

প্রকাশিত: ১২:০৪, ২৯ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকার ধামরাইয়ে পোশাক কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার সকালে ধামরাইর ঢুলিভিটা এলাকায় স্নোটেক্স আউটারওয়্যার লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

রোববারও শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছিলেন। দুইদিনে প্রায় তিনশতাধিক শ্রমিক অসুস্থ হয়েছেন ।

শ্রমিকরা জানায়, সকালে কারখানায় প্রবেশ করে পানি পান করলে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন। এসময় প্রায় শতাধিক অসুস্থ শ্রমিককে ধামরাই সরকারি হাসপাতাল ও আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল অ্যান্ড কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধামরাই থানা পুলিশ কারখানাটি পরিদর্শন করেছে। এদিকে আজকের জন্য কারখানাটি সাধারণ ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ।

এবিষয়ে স্নোটেক্স আউটারওয়্যার লিমিটেড কারখানার অ্যাডমিন সুপার ভাইজার সেলিম মিয়া বলেন, কারখানার পানি পান করার পরে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছেন।

নিউজওয়ান২৪/জেডএস

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত