কল্পকাহিনীর মিসাইল বানিয়ে ফেলেছে চীন, হতভম্ভ যুক্তরাষ্ট্র!
নিউজওয়ান স্পেশাল ডেস্ক

প্রায় সিকি শতাব্দী আগে জাপানি কিছু বৈজ্ঞানিক কল্পকাহিনীর কার্টুন ছবিতে দেখা যেত হাইপারসনিক যুদ্ধবিমান তথা মহাকাশযানের ক্রিয়াকৌশল। এখন চীনা বিজ্ঞানীরা সেই ধরনের অতিউৎকৃষ্ট মানের মিসাইল তৈরি করে ফেলেছেন বলে মনে করা হচ্ছে যা দুনিয়াকে চমকে দেবে।
সিনিয়র মার্কিন কর্মকর্তাদের মতে, চীন হাইপারসনিক (শব্দের গতির চেয়ে পাঁচগুন বেশি গতিসম্পন্ন) ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে যাচ্ছে। এমনটা হলে তা বিদ্যমান বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ঠুনকো বিষয়ে পরিণত করবে বলে মনে করছেন অনেকে।
মার্কিন সমরবিদদের এমন তথ্যে বোঝা যাচ্ছে তারা অনেকটাই যেন হতভম্ভ চীনাদের এমন সাফল্যে।
এই ক্ষেপণাস্ত্রগুলির গতি, গতিপথ নিয়ন্ত্রণ এবং উচ্চতা ভেদের ক্ষমতা এতই জোড়ালে যে তাদের অনুসরণ বা ধ্বংস করা এককথায় অসম্ভব প্রায়। হাইপারসনিক এই মিসাইলগুলোর গতি ঘণ্টায় শব্দের গতির চেয়ে পাঁচ গুণেরও বেশি বা প্রায় ৬ হাজার ২০০ কিলোমিটার (৩ হাজার ৮৫৩ মাইল)।
মার্কিন এবং পশ্চিমা অস্ত্রশস্ত্র বিশেষজ্ঞদের মতে, চীনের তৈরি এসব মিসাইলের কোনো কোনোটির গতিবেগ ঘণ্টায় ২৫ হাজার কিলোমিটার। এই গতিবেগ আধুনিক যাত্রীবাহী জেট প্লেনের গতির ২৫ গুণ।
ইউএস প্যাসিফিক কমান্ডের সাবেক প্রধান হ্যারি হ্যারিস গত বছরের ফেব্রুয়ারিতে হাউজ আর্মড সার্ভিসেস কমিটিকে বলেছিলেন, হাইপারসনিক অস্ত্র হচ্ছে এমন পর্যায়ের অগ্রবর্তী প্রযুক্তিসম্পন্ন যার ডিজাইন করা হয়েছে মার্কিন সশস্ত্রবাহিনীকে ম্রিয়মান করে দিতে। এশিয়া প্যাসিফিক অঞ্চলে মার্কিন সামরিক প্রভাব চ্যালেঞ্জের মুখে পড়বে এতে করে।
গত এপ্রিলে মার্কিন ডিফেন্স আন্ডার সেক্রেটারি ফর রিসার্চ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং মিকায়েল গ্রিফিন যুক্তরাষ্ট্র সিনেটের আর্মড সার্ভিসেস কমিটিকে বলেন, চীন সম্ভবত প্রচলিত ওয়রহেড সম্পন্ন সুপারসনিক মিসাইল সিস্টেম তৈরি করে ফেলেছে অথবা তৈরির কাছাকাছি রয়েছে।
এইসব হাইপারসনিক মিসাইল চীনা উপকূল থেকে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে পৃথিবীর বিভিন্ন স্থানে মার্কিন অগ্রবর্তী ঘাঁটিসমূহ এবং রণতরীগুলোর জন্য আতংক হয়ে দেখা দিতে পারে বলে মনে করেন তিনি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য তাদের হাইপারসনিক অস্ত্রের সক্ষমতা বিষয়ে কিছু প্রকাশে আগ্রহ দেখায়নি।
গ্রিফিন বলেন, ওই মিসাইল সিস্টেমের বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা নেই আমাদের।
অপরদিকে, আরেক শীর্ষ পরাশক্তি রাশিয়া হয়তো এরই মধ্যে হাইপারসনিক গতি ও সক্ষমতার অস্ত্র তৈরি করে ফেলেছে। গত বছরের মে মাসে এক সামরিক প্যারেডে রুশ সশস্ত্রবাহিনী এমন কিছু সমরাস্ত্র দেখিয়েছে যাকে তারাে দাবি করেছে হাইপারসনিক যুদ্ধাস্ত্র হিসেবে।ভ্লাদিমির পুতিন ওই মিসাইলগুলোকে অপ্রতিরোধ্য-অপরাজেয় বলে দাবি করেছেন।
এদিকে মার্কিন সামরিক বিশেষজ্ঞদের দাবি ২০১৬ সালের সূচনালগ্নে চীন হাইপারসনিক অস্ত্রের ছয়টি সফল পরীক্ষা চালিয়েছে।
রয়টার্স, ডন.কম
নিউজওয়ান২৪.কম/আরকে
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন