ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

কক্সবাজারে বন্দুকযুদ্ধে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৮, ১৪ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বর পয়েন্টে বন্দুকযুদ্ধে নূরুল কবির নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার সকালে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ তার লাশটি উদ্ধার করে।

নিহত নূরুল কবির উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের কলেজছাত্রী শারমিনা আক্তারের হত্যাকারী বলে জানিয়েছে পুলিশ। সে পৌরসভার দক্ষিণ রুমালিয়ারছরা টেকনাইফ্যা পাহাড়ের আব্দুল করিমের পুত্র।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার জানান, ‘সন্ত্রাসীদের দু’গ্রুপের মধ্যে গোলাগুলি খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে নূরুল কবিরের লাশ পাওয়া যায়।’

ঘটনাস্থলে ১টি দেশীয় তৈরি এলজি বন্দুক, ৪শ’ পিস ইয়াবা ও ৩টি গুলির খোসা পাওয়া গেছে। 

নিউজওয়ান২৪/টিআর

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত