ঢাকা, ২৯ জানুয়ারি, ২০২৫
সর্বশেষ:

ওয়ার্ড আ.লীগ সভাপতির ছেলে ইয়াবাসহ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১:৩৮, ২৩ সেপ্টেম্বর ২০১৯  

গতকাল রবিবার রাতে রাজধানীর রামপুরা এলাকা থেকে ইয়াবাসহ পলক নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, গ্রেপ্তার পলক হাতিরঝিল থানা এলাকার ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ মোহাম্মদ গোলাম রসুলের ছেলে। 
হাতিরঝিল থানার ওসি আবদুর রশিদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

থানা সূত্র জানায়, পলকের বিরুদ্ধে ইয়াবা ব্যবসায় জড়িত থাকার তথ্য ছিল। এ অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে পশ্চিম রামপুরা টিভি সেন্টারের বিপরীতে মক্কি মসজিদ গলি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

ওসি আব্দুল রশিদ আরো জানান, পলক অনেকদিন পুলিশের নজরদারিতে ছিল। হাতিরঝিল থানা পুলিশ বিশেষ একটি অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করে থানা পুলিশ। পলকের বিরুদ্ধে রামপুরা থানায় মামলা হয়েছে। 
নিউজওয়ান২৪.কম/এনআই
 

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত