ওপেনিং কম্বিনেশন কেমন হবে আজ?
স্পোর্টস ডেস্ক
ফাইল ছবি
এশিয়া কাপে এখন পর্যন্ত পাঁচজনকে ওপেনিং করিয়েছে টাইগার টিম ম্যানেজমেন্ট। একমাত্র লিটন দাস ছাড়া বাকি সবাই ছিলেন অনিয়মিত। কখনো তামিম, কখনো শান্ত আবার কখনো সৌম্যকে দিয়ে ওপেনিং করিয়েছে বাংলাদেশ। তাই আজ ফাইনালে মাঠে নামার আগে আবারো এক প্রশ্ন- আজ কেমন হবে টাইগারদের ওপেনিং কম্বিনেশন?
নিয়মিত ওপেনার তামিম ইকবাল ইনজুরিতে পরার পর থেকেই ওপেনিংয়ে বাজে সময় পার করছে বাংলাদেশ। খেলা শুরু পাঁচ-ছয় ওভারের মধ্যেই টপ অর্ডারের দুই-তিন ব্যাটসম্যানকে হারাতে হচ্ছে দলটির। আর তাই ফাইনালে দেখা যেতে পারেন নতুন কাউকে। তাই ফাইনালেও পরীক্ষা নিরীক্ষায় যাচ্ছে বাংলাদেশ।
এদিকে, মাশরাফি গতকাল সংবাদকর্মীদের সঙ্গে কথা বলার সময় বলেছেন, আজও একাদশে চমক থাকতে পারে। আর সেটা ওপনিংয়েই হবে তা মাশরাফির কথায় ইঙ্গিত পাওয়া গেছে। মাশরাফি বলেন, ‘এই আসরে আমরা নিজেরাও বিস্মিত হয়েছি। আপনাদেরও বিস্মিত করেছি। কালকে হয়তো এমন কাউকে ওপেনে দেখতে পারেন, যে আগে ওপেন করেনি (হাসি...)। তো সবকিছুর জন্য আমরা প্রস্তুত আছি। আপনারাও প্রস্তুত থাকেন।’
সত্যিই তো তাই, প্রতি ম্যাচেই টাইগাররা অবাক করেছে সবাইকে। আর দল থেকে একজন করে ছিটকে পড়ায় নিজেরাও বিস্মিত হয়েছে। লিটন দাস, নাজমুল হোসেন শান্ত বা সৌম্য সরকার-- কেউই দিতে পারছেন না আশার প্রতিদান। এমন অবস্থায় হয়তো ইমরুল কায়েসকে মিডল অর্ডার থেকে ওপেন করানোর চিন্তা করছেন মাশরাফি। যদিও সাংবাদিক সম্মেলনে স্পষ্ট কিছুরই ইঙ্গিত মেলেনি। তবে ঠিক কাকে খেলাতে চান এমন ইঙ্গিত দেননি অধিনায়ক। ক্যারিয়ারের অধিকাংশ সময় তিন নম্বরে খেলা মুমিনুল হক হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ শান্তর হাতের ইনজুরির কারণে ১৫ সদস্যের দলের সঙ্গে বাড়তি হিসেবে মুমিনুলকে দুবাই আনা হয়।
নিউজওয়ান২৪/এমএস
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল