ঐক্যফ্রন্টের ১০ জামিন স্থগিত চায় রাষ্ট্রপক্ষ
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
সরকারবিরোধী উসকানিমূলক বক্তব্য, পুলিশের কাজে বাধা দেয়া, নাশকতা এবং মানহানির মামলায় জামিনপ্রাপ্ত সরকারবিরোধী জাতীয় ঐক্যফ্রন্টের ১০ নেতার জামিন স্থাগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
আবেদনের শুনানির জন্য আগামী সোমবার (২৯ অক্টোবর) দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ঐক্যফ্রন্টের নেতাদের পক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন ও জয়নুল আবেদীন।
অ্যাটর্নি জেনারেল আদালতে বলেন, ‘এসব মামলায় হাইকোর্টের আদেশ পেয়েছি। আমরা এখন সিপি (লিভ টু আপিল) করবো। নট টু ডে চাই।’ এর প্রেক্ষিতে আদালত শুনানি সোমবার পর্যন্ত মুলতবি করেন।
গত ৩ অক্টোবর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান মো. শাহজাহান, বরকতউল্লাহ বুলু ও বিএনপি নেতা এ জেড এম জাহিদ হোসেনর বিরুদ্ধে করা নাশকতার মামলায় হাইকোর্ট আগাম জামিন দেন।
২১ অক্টোবর আশুলিয়ায় জমি দখলের চেষ্টা, ভাঙচুরের অভিযোগে করা দুই মামলায় ঐক্যফ্রন্টের ডা. জাফরুল্লাহ চৌধুরী জামিন দেন হাইকোর্ট এবং ২২ অক্টোবর হাইকোর্ট থেকে মানহানির মামলায় জামিন নেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন।
হাইকোর্টের দেয়া এসব জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। জামিপ্রাপ্তরা সবাই বিএনপি, গণফোরাম, জেএসডি এবং নাগরিক ঐক্যের সমন্বয়ে সরকারবিরোধী জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে জড়িত।
নিউজওয়ান২৪/এমএস
- কুমিল্লার এক মামলায় জামিন পেলেন খালেদা
- জঙ্গি অর্থায়ন: শাকিলার জামিন ২০ মার্চ পর্যন্ত স্থগিত
- ফাঁসির মঞ্চ নেই ফেনীতে: কুমিল্লা-চট্টগ্রাম জেলে যাবে রাফির খুনিরা
- জামিন আবেদন নাকচ, ‘শিক্ষা প্রতিমন্ত্রী’ কারাগারে
- আবরার হত্যা: কারাগারে ‘পিটুনি-সম্বর্ধনা’ অনিককে
- খসরুর জামিন বাতিল, কারাগারে পাঠানোর নির্দেশ
- রেনু হত্যায় গুজব রটনাকারী রিয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- কারাগারে নেয়া হচ্ছে খালেদাকে
- ঐতিহাসিক ৭ মার্চকে জাতীয় দিবস ঘোষণা
- সস্ত্রীক জামিন পেলেন মির্জা আব্বাস
- অরিত্রীর আত্মহত্যা: মামলার প্রতিবেদন ৯ জানুয়ারি
- ৯ বছর পর জানা গেল!
ডিভোর্সড স্ত্রীকে বারবার দেখতে যাওয়ার মাশুল... - প্রেমিক সৈকত যে কারণে রুম্পাকে হত্যা করে বলে সন্দেহ পুলিশের
- পাপিয়াকাণ্ডে মানবজমিন সম্পাদকসহ ৩২ জনের বিরুদ্ধে এমপির মামলা
- সেফুদার বিরুদ্ধে বাংলাদেশ ও অস্ট্রিয়ায় দুই মামলা