এসএসসি পরীক্ষায় ফেল করায় দুই ছাত্রীর আত্মহত্যা
গেরামের খবর

এসএসসি পরীক্ষার ফলাফলে অকৃতকার্য হওয়ায় ফেনীতে দুই ছাত্রী আত্মহত্যা করেছে। তারা হলেন, জেসি আক্তার (১৬) ও তাহমিনা আক্তার (১৬)।
ফেনীর সোনাগাজীর ব্যবসায়ী ও নিহত জেসির বাবা ফখর উদ্দিন খোন্দকার জানান, উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী গ্রামের খোন্দকার বাড়ির তার মেয়ে জেসি আক্তার চলতি বছর কুমিল্লা বোর্ডের অধীনে সোনাগাজী মোহাম্মদ ছাবের মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।
বৃহস্পতিবারের ঘোষিত ফলাফলে সে অকৃতকার্য হয়। ফলাফল প্রকাশের পর সে কান্নাকাটি করে। শুক্রবার সকালে বিষপান করলে পরিবারের লোকজন তাকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক জেসিকে মৃত ঘোষণা করে।
সোনাগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবীর জানান, তিনি আত্মহত্যার বিষয়টি শুনেছেন।
এদিকে পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ফুলগাজীতে তাহমিনা আক্তার (১৬) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
স্থানীয় ইউপি সদস্য আলী হোসেন সেন্টু জানান, উপজেলার দরবারপুর ইউনিয়নের দক্ষিণ বরইয়া গ্রামের মিন্টু মিয়ার মেয়ে তাহমিনা আক্তার চলতি বছর ফুলগাজীর মুন্সীরহাট আজমীরি বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।বৃহস্পতিবারের ঘোষিত ফলাফলে সে অকৃতকার্য হয়। পাশের বান্ধবী রেশমা পাস করায় শুক্রবার সকালে তার ছোট বোন তাহমিনার বাড়িতে মিষ্টি দিয়ে যায়। এতে অভিমান করে তাহমিনা আক্তার ঘরের আঁড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এছাড়া স্ত্রীর সাথে অভিমান করে মো. ইউনুছ মিয়া ওরফে মনসুর (৩৫) আত্মহত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে। ফুলগাজী উপজেলার বিজয়পুর গ্রামের নুরুল ইসলাম দরবেশ বাড়ীতে এঘটনা ঘটে। মনসুর ফুলগাজী সদর ইউনিয়নের গোসাইপুর গ্রামের সরু মিয়ার ছেলে। সে দুটি বিয়ে করেছিলো।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ এমএম মোর্শেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নিউজওয়ান২৪.কম
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত
- ভারত সফরে দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি হয়নি: শেখ হাসিনা