ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

এযাবতকালের সবচেয়ে বড় ইয়াবার চালান ধরলো বিজিবি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৯:৪৫, ১৩ এপ্রিল ২০১৬   আপডেট: ০৯:৪৭, ১৩ এপ্রিল ২০১৬

ঢাকা: কক্সবাজারের টেকনাফ থেকে প্রায় সাড়ে ১৭ কোটি মূল্যের নিষিদ্ধ মাদক ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

পিলখানার বিজিবি সদর দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার (১৩ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক দেড়টায় টেকনাফে সমুদ্র তীরবর্তী বাহারছরা ঘাট এলাকা থেকে ৫ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

নিষিদ্ধ ও মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক এই মাদকগুলো রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চালানোর প্রস্তুতি নিচ্ছিল দুর্বত্তরা। উদ্ধঅর করা ইয়াবাগুলোর বাজার মূল্য ১৭ কোটি ৪০ লাখ টাকা বলে জানা গেছে।

উল্লেখ্য, এটি বিজিবি`র এযাবতকালের সবচেয়ে বড় ইয়াবার চালান আটকের ঘটনা।

নিউজওয়ান২৪.কম/এসএল

আরও পড়ুন
অপরাধ বিভাগের সর্বাধিক পঠিত