ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

এবার স্টেডিয়ামের বাথরুমেও টিভি!

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:১৯, ৯ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের মাঠে সানদিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের বাথরুমে বসেই এখন থেকে খেলা দেখতে পারবেন দর্শকেরা। বিশ্বখ্যাত পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর সাবেক এই ক্লাবই নাকি প্রথমবারের মতো বাথরুমে খেলা দেখার ব্যবস্থা করল। 

তবে শুধুমাত্র পুরুষদের বাথরুমেই টেলিভিশনের এ ব্যবস্থা থাকবে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

'সুইস ইনভেন্ট' নামে এক সুইস কম্পানি প্রস্তুত করেছে বাথরুমের জন্য এমন টিভি। স্পেনের অন্য এক স্টেডিয়াম, বুটার্কিতে ইতিমধ্যেই এমন টিভি বসানো হয়েছে। সেই টিভিতে শুধু বিজ্ঞাপনই দেখানো হয়। আর সেখান থেকে আয়ের পরিমাণ নজর কেড়েছে দেশের অন্যান্য ক্লাবগুলির।

গবেষণা বলছে, স্টেডিয়ামের বাথরুমে গড়ে ৩০ সেকেন্ড সময় কাটান একজন পুরুষ। সে সময়ে তাদের সম্পূর্ণ নজর কাড়ে টেলিভিশনের এই বিজ্ঞাপনগুলি। যার ফলে ক্রেতার সংখ্যা একটু হলেও বৃদ্ধি পাচ্ছে। অত্যাধুনিক এই প্রজেক্টের ফলে নাকি পানির অপচয়ও প্রায় ১০০ শতাংশ বন্ধ হয়ে গেছে! এমন সাফল্য দেখে এখন স্পেনের আরও এক ক্লাব বেতিসও এই প্রযুক্তি স্থাপন করার কথা ভাবছে।

নিউজওয়ান২৪/এএস

খেলা বিভাগের সর্বাধিক পঠিত