ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

এবার ফেসবুকে চালু হচ্ছে টিভি!

বিজ্ঞান ডেস্ক

প্রকাশিত: ১৩:২৭, ৮ মে ২০১৭  

কোনো লাইভ স্ট্রিমিং নয়, চিরাচরিত টিভির মতো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট অনুষ্ঠান আপনি ফেসবুকেই এখন দেখতে পাবেন। চলতি বছরের জুন নাগাদ এটি চালু হতে পারে।

বিজনেস ইনসাইডারের বরাত দিয়ে ম্যাশেবল জানায়, ভিডিওকে অগ্রাধিকার দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।

কেমন হবে ফেসবুকের টিভি? উত্তরে এ মাধ্যমটির সঙ্গে সংশ্লিষ্টরা জানান, জুনে টেলিভিশনের ধরন এবং অনুষ্ঠান নিয়ে তাদের ওয়েবসাইটে একটি তালিকা প্রকাশ করা হবে। যদিও অনুষ্ঠানের নাম এবং এতে কারা কাজ করবেন সে বিষয়ে কিছুই আপাতত জানা যায়নি।

তবে ম্যাশেবল জানায়, অনুষ্ঠানের সংখ্যা প্রায় দু’ডজনের কাছাকাছি।
সূত্র আরও জানায়, ফেসবুক মূলত দু’ধরনের অনুষ্ঠানকে কেন্দ্র করে তাদের পরিকল্পনা সাজিয়েছে- চিরাচরিত টিভি অনুষ্ঠানের মতো স্ক্রিপ্ট ঘিরে বড় বাজেটের অনুষ্ঠান এবং ছোট বাজেটের কিছু অনুষ্ঠান, যা প্রতিনিয়ত হালনাগাদ করা হবে।

নেটফ্লিক্স, হুলু ও অ্যামাজনের মতো প্রতিষ্ঠানও এ ধরনের পদক্ষেপ নেয়। কিন্তু তাদের ভাগ্য গিয়ে দাঁড়ায় অ্যাপল, ভার্টিজন, স্ন্যাপচ্যাট এবং বর্তমান টুইটারের মতো। তারা টিভি খুললেও প্রকৃতপক্ষে মানসম্মত অনুষ্ঠান দিতে পারেনি।

নিউজওয়ান২৪.কম

মোবাইল-পিসি-টেক বিভাগের সর্বাধিক পঠিত