এবার ইনজুরি শঙ্কায় মুশফিক (ভিডিও)
স্পোর্টস ডেস্ক
অনুশীলনে দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহীম (ছবি সংগৃহীত)
একের পর এক ইনজুরি শঙ্কার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন।
ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেও ইনজুরিতে পড়েন সাকিব আল হাসান। যদিও সেটা গুরুতর কিছু ছিল না। যার ফলে পরের ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার পুরোপুরি সম্ভাবনা রয়েছে তার।
এবার নতুন করে ইনজুরি শঙ্কায় পড়েছেন দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহীম। আজ টনটনে স্থানীয় সময় সকালে অনুশীলন করতে গিয়ে হঠাৎই হাতের কব্জিতে আঘাত পেয়েছেন তিনি। যদিও টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, গুরুতর কিছুই নয়।
টনটনের স্থানীয় সময় সকাল ১০টায় অনুশীলন। শুরুতেই মাঠে ফুটবল নিয়ে কসরত করলো পুরো দল। অনেকটা ফুটসাল স্টাইলে ফুটবল খেললো টাইগাররা। মূলতঃ অনুশীলনের শুরুতে ফুটবল নিয়ে শরীর গরম করে তোলা টাইগারদের নিয়মিত অভ্যাস। সেই অভ্যাস বশত বেশ কিছুক্ষণ দলের খেলোয়াড়রা ফুটবল খেললেন। মুশফিকুর রহীমও ছিলেন সেই অনুশীলনে বেশ সপ্রতিভ।
ফুটবল নিয়ে কসরত শেষ হওয়ার পর দলের ক্রিকেটাররা যোগ দেন ক্যাচিং প্র্যাকটিসে। এই পর্ব শেষ হওয়ার পর ক্রিকেটাররা নেটে গেলেন ব্যাটিং অনুশীলনে। সেখানেই হঠাৎ একটি বল মোকাবেলা করগে গিয়ে হঠাৎ মুশফিকের ব্যাটিং হাতের (ডান হাত) কব্জির নিচে গিয়ে লাগে একটি বল।
সঙ্গে সঙ্গে মুশফিককে নিয়ে যাওয়া হয় ড্রেসিংরুমে। সেখানে চলে তার হাতের শশ্রুষা। বরফ দেয়া হয় আহত স্থানে। তবে বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, মুশকির ইনজুরি গুরুতর নয়। শঙ্কারও কিছু নেই।
ভিডিও দেখতে এখানে<<< ক্লিক করুন>>>
নিউজওয়ান২৪.কম/এসডি
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল