এবার ইউরোপ নয়, সৌদির ক্লাবে রোনালদো
স্পোর্টস ডেস্ক

সংগৃহীত ছবি
সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সৌদি আরবের ক্লাব আল নাসরেতে যোগ দিচ্ছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। নতুন বছরের শুরুতেই মৌসুমে সবচেয়ে বড় চুক্তিতে রিয়াদের ক্লাবটিতে যোগ দেবেন তিনি।
বিবিসি জানিয়েছে, ২ বছরের চুক্তিতে ২০২৫ সাল পর্যন্ত সৌদি আরবের ক্লাবটির হয়ে খেলবেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর পর্তুগাল অধিনায়ক ফ্রি এজেন্টে যোগ দিচ্ছেন। ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় বেতন পাবেন রোনালদো। প্রতি বছর তাকে ১৭৭ মিলিয়নের বেশি ইউরো পাবে ক্লাবটি থেকে।
এর আগে মার্কা জানিয়েছিল, মোট ৭ বছরের চুক্তিতে থাকবেন রোনালদো। ২ বছর থাকবেন খেলোয়াড়ের ভূমিকায়। বাকিটা সময়ে পালন করবেন অ্যাম্বাসেডরের ভূমিকা। এছাড়াও অ্যাম্বাসেডর হিসেবে ২০৩০ সালে বিশ্বকাপ আয়োজন হওয়ার দৌড়ে সৌদি আরবকে সহায়তা করবেন রোনালদো।
এর আগে সৌদির আরেক ক্লাব, আল হিলাল ৩০৫ মিলিয়ন ইউরোতে রোনালদোকে দলে ভেড়াতে চেয়েছিল। সে সময় ক্লাবটির প্রস্তাব প্রত্যাখান করেন তিনি। কারণ রোনালদো তখন ম্যানচেস্টার ইউনাইটেডে খুশি ছিলেন।
সৌদি গেজেট জানিয়েছে, সব কিছু কাগজে-কলমে কনফার্ম করতে সৌদি ক্লাবটির প্রেসিডেন্ট ও স্পোর্টিং ডিরেক্টর বুধবার মাদ্রিদে যান এবং শুক্রবার বিকেলে এই চুক্তিতে সই করেন। শনিবার (৩১ ডিসেম্বর) রোনালদোকে নিয়ে রিয়াদে ফিরবেন তারা। নতুন বছরের প্রথম দিনই (১ জানুয়ারি) ক্লাবটির হয়ে মাঠে নামতে পারেন রোনালদো।
এর আগে কাতার বিশ্বকাপ চলাকালীন নভেম্বর রোনালদোর সঙ্গে কথা চালায় ক্লাবটি।
নিউজওয়ান২৪.কম/আরএডব্লিউ
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল