এবার আহমেদাবাদের নাম বদলাচ্ছে বিজেপি
নিউজ ডেস্ক

ফাইল ছবি
ভারতের উত্তর প্রদেশের এলাহাবাদ ও ফৈজাবাদের পর এবার আহমেদাবাদের নাম বদলানোর তৎপরতা শুরু হয়েছে। গুজরাট সরকার আহমেদাবাদের নয়া নাম ঠিক করেছে কর্ণাবতী।
সুলতানী আমলে সুলতান আহম শাহ শহরটির এই নাম দিয়েছিলেন। ১৪১১ সালে তিনি শহরটির এই নামকরণ করেন।
এনবিটি বুধবার জানায়, নাম বদলের সমস্ত প্রস্তুতি চূড়ান্ত করে ফেলেছে সরকার।
উল্লেখ্য, আহমেদাবাদ ভারতের একমাত্র শহর যা জাতিসংঘের বিশ্ব ঐতিহ্য তালিকার অন্তর্ভুক্ত।
উত্তর প্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর আগে ফৈজাবাদের নাম বদলে অযোধ্যা করেন। এর ঘণ্টা কয়েকের মধ্যেই আদিত্য নাথের সরকার যোঘাষণা দেয় যে যদি জনগণ চায় এবং কোনো আইনি জটিলতা না থঅকে তবে আহমেদাবাদের নাম বদলে কর্ণাবতী রাখার জন্য তারা প্রস্তুত।
রাজ্যের ডেপুটি মুখ্যমন্ত্রী নিতিন প্যাটেল বলেছেন, আহমেদাবাদের লোকজন কর্ণাবতী নামটি পছন্দ করে।
তিনি বলেন, দীর্ঘকাল ধরে আহমেদাবাদের নাম বদলে কর্ণাবতী রাখার প্রস্তাব রয়েছে।
ইতিহাসের দিকে দৃষ্টি ফেরালে দেখা যাবে, ১১ শতাব্দীর দিকে আহমেদাবাদের আশপাশের জনবসতি গড়ে উঠতে থাকে। এনবিটি জানায়, ওই সময়ে এলাকাটার নাম ছিল আশবাল।
চালুক্য শাসক বর্ণ আশবালের ভীল শাসককে যুদ্ধে হারিয়ে সাবরমতি নদীর তীরে কর্ণাবতী নামে এক শহর গড়ে তোলেন। এরপর ১৪১১ সালে সুলতান আহমেদ শাহ কর্ণাবতীর পাশে আরেকটি শহরের গোড়াপত্তন করেন আহমেদাবাদ নামে। তিনি আহমেদাবাদ নামটি নিয়েছিলেন এখানকার চারজন দরবেশের নামানুসারে।
এদিকে, কংগ্রেস বিজেপি শাসকের এমন উদ্যোগের নিন্দা জানিয়ে বলেছে এটা ভোট টানার জন্য নির্বাচনী কৌশল ছাড়া আর কিছু নয়।
নিউজওয়ান২৪
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন