ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

এফডিসিতে আমজাদ হোসেনের জানাজা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৯, ২২ ডিসেম্বর ২০১৮  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিংবদন্তী অভিনেতা ও নির্মাতা আমজাদ হোসেনের জানাজার নামাজ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি)-এ সম্পন্ন হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন শেষে এই জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে তার মরদেহ এটিএন বাংলা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

আমজাদ হোসেনের দীর্ঘদিনের কর্মস্থল এফডিসি। সেখানে শেষবারের মতো তার মরদেহ দেখার জন্য সকাল থেকেই ভীড় জমান চলচ্চিত্র অঙ্গনের মানুষেরা।

দুপুর ১টার দিকে এফডিসির মান্না ডিজিটাল স্টুডিওর সামনে রাখা হয় আমজাদ হোসেনের মরদেহ। সেখানে হৃদয়বিদারক পরিস্থিতি সৃষ্টি হয়। সে সময় প্রিয় মানুষের বিদায়ে সবার চোখে-মুখে বিষণ্ণতার ছাপ দেখা যায়। এ সময় বিএফডিসিতে তার জানাজার নামাজে অংশ নেন তার দীর্ঘদিনের সহকর্মী, শুভাকাঙ্খী, ভক্তসহ সব শ্রেণির মানুষ।

জানাজায় উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর, ফারুক, ববিতা, ইলিয়াস কাঞ্চন, চম্পা, সুচরিতা, এটিএম শামসুজ্জামান, এফডিসির এমডি, নির্মাতা গুলজার আহমেদ, সোহানুর রহমান সোহান, বদিউল আলম খোকন, পূর্ণিমা, চিত্রনায়ক রিয়াজ, জায়েদ খান, সাইমন ও আরিফিন শুভসহ এফডিসি কেন্দ্রিক বিভিন্ন সংগঠনের লোকজন।

এদিকে, আজ বিকেল নাগাদ মরদেহ নিয়ে যাওয়া হবে তার জন্মস্থান জামালপুরে। সেখানে আগামীকাল রোববার সকাল ১০টায় শেষ জানাজার পর বাবার কবরের পাশেই সমাহিত হবেন আমজাদ হোসেন।

মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় গত ১৮ নভেম্বর রাজধানীর তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে ভর্তি করা হয় আমজাদ হোসেনকে। হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি। এরপর ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে টানা ১৬ দিন চিকিৎসার পর গত ১৪ই ডিসেম্বর বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৭ মিনিটে মারা যান আমজাদ হোসেন।

নিউজওয়ান২৪/এএস