এফ আর টাওয়ারের ২১-২২-২৩ তলার মালিক তাসভির গ্রেপ্তার
গত মার্চে রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলায় তাসভির উল ইসলামকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি ভবনটির ২১, ২২ ও ২৩ তলার মালিক যা অবৈধভাবে নির্মিত। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বলেন, আজ রবিবার রাজধানীর সেগুনবাগিচা থেকে তাসভিরকে গ্রেপ্তার করা হয়েছে। ভবনটি ১৫ তলা পর্যন্ত নির্মাণের অনুমতি থাকলেও অবৈধভাবে এটি ২৩ তলা পর্যন্ত টেনে নেওয়া হয়। বেআইনি এই কাজে অভিযুক্ত ২৩ জনের মধ্যে রাজউকের সাবেক চেয়ারম্যান, রুপায়ন হাউজিং এস্টেট লিমিটেডের চেয়ারম্যান ছাড়াও বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা রয়েছেন।
গত ২৭ মার্চ এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২৭ জন নিহত হন। ভবনটির ২১, ২২ ও ২৩ তলার মালিক তাসভির কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি। এছাড়া কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তাও তিনি। গত ২৫ জুন ২৩ জনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে দুদক। অবৈধভাবে ভবন সম্প্রসারণের অভিযোগ আনা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে।
তদন্তে দুদক দেখতে পেয়েছে ২৩ তলা এফআর টাওয়ারে কোনো ফায়ার অ্যালার্ম ছিল না। সেই সঙ্গে সংকীর্ণ বহির্গমণ পথ ও সিঁড়ি, ফায়ার এক্সিট বন্ধ থাকাসহ বেশ কিছু সমস্যা চিহ্নিত করা হয়। ভবনটি ১৫ তলা পর্যন্ত নির্মাণের অনুমতি থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে অবৈধভাবে এটি ২৩ তলা পর্যন্ত তুলে নেওয়া হয় এবং এ কারণেই এত মানুষের প্রাণহানি হয়েছে।
নিউজওয়ান২৪.কম/এসএর
আরও পড়ুন
আইন আদালত বিভাগের সর্বাধিক পঠিত
- কুমিল্লার এক মামলায় জামিন পেলেন খালেদা
- জঙ্গি অর্থায়ন: শাকিলার জামিন ২০ মার্চ পর্যন্ত স্থগিত
- ফাঁসির মঞ্চ নেই ফেনীতে: কুমিল্লা-চট্টগ্রাম জেলে যাবে রাফির খুনিরা
- জামিন আবেদন নাকচ, ‘শিক্ষা প্রতিমন্ত্রী’ কারাগারে
- আবরার হত্যা: কারাগারে ‘পিটুনি-সম্বর্ধনা’ অনিককে
- খসরুর জামিন বাতিল, কারাগারে পাঠানোর নির্দেশ
- রেনু হত্যায় গুজব রটনাকারী রিয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- কারাগারে নেয়া হচ্ছে খালেদাকে
- ঐতিহাসিক ৭ মার্চকে জাতীয় দিবস ঘোষণা
- সস্ত্রীক জামিন পেলেন মির্জা আব্বাস
- অরিত্রীর আত্মহত্যা: মামলার প্রতিবেদন ৯ জানুয়ারি
- ৯ বছর পর জানা গেল!
ডিভোর্সড স্ত্রীকে বারবার দেখতে যাওয়ার মাশুল... - প্রেমিক সৈকত যে কারণে রুম্পাকে হত্যা করে বলে সন্দেহ পুলিশের
- পাপিয়াকাণ্ডে মানবজমিন সম্পাদকসহ ৩২ জনের বিরুদ্ধে এমপির মামলা
- সেফুদার বিরুদ্ধে বাংলাদেশ ও অস্ট্রিয়ায় দুই মামলা