ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

একাধিক বিয়েতে ইচ্ছুকদের ওয়েবসাইট: সেকেন্ডওয়াইফ.কম

ইত্যাদি ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৮, ২৫ সেপ্টেম্বর ২০১৬   আপডেট: ১৮:৫৪, ২৫ সেপ্টেম্বর ২০১৬

পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ৩৩ বছর বয়সী আজাদ চাওয়ালা এমন এক ম্যাচমেকিং ওয়েবসাইট তৈরি করেছেন যার মাধ্যমে বিবাহিত পুরুষরা দ্বিতীয়-তৃতীয়-চতুর্থ বিয়ের জন্য পাত্রীর সন্ধান করতে পারেন। অর্থাৎ সোজা বাংলায় এটাকে বলা যায় দোজোব্বরদের ওয়েবসাইট।

মোট কথা, একাধিক বিয়েতে ইচ্ছুক লোকদের জন্য এ এক আলাদা কিসিমের ওয়েবসাইট। মুসলিম বিশেষ করে যারা দ্বিতীয় বিয়েতে আগ্রহী তাদের টার্গেট করে ২০১৪ সালে ম্যাচমেকিং বা ঘটকালীর ওয়েবসাইট সেকেন্ডওয়াইফডট.কম (secondwife.com) খোলেন চাওয়ালা সাহেব। তার চমক এখানেই থেমে থাকেনি। এরপর এই ‘মাথাওয়ালা’ পাকিস্তানি চালু করেন পলিগ্যামি.কম (polygamy.com) অর্থাৎ বহুবিবাহ ডট কম নামের প্রতিষ্ঠান।

আজাদ চাওয়ালার বরাতে নিউইয়র্ক টাইমস জানায়, এরইমধ্যে তার অদ্ভূত সাইটে হাজারো সদস্য জোগাড় হয়ে গেছে। যদিও ইউরোপ-আমেরিকায় দ্বিতীয় বিয়ে আইনত নিষিদ্ধ তবে মজার ব্যাপার হলো এর সদস্যদের বেশিরভাই ইউরোপ-আমেরিকার নাগরিক। অবশ্য ভারত, পাকিস্তান তথা এশিয়া এবং আফ্রিকার যেসব দেশে দুই বিয়ের ক্ষেত্রে আইনি অনুমোদন পাওয়ার সুযোগ রয়েছে- সেসব অঞ্চল থেকেও অনেকে এতে লগইন করে থাকে।

এমন সাইটের মাধ্যমে কতজন বহুবিবাহে আবদ্ধ হয়েছে তার হিসাব না রাখলেও আজাদ জানান, ব্যবহারকারীদের কাছ থেকে তিনি শতাধিক পত্র পেয়েছেন যাতে বহুবিবাহে সহায়তার এমন ‘যুগান্তকারী’ সাইট করার জন্য তাকে অভিনন্দিত করা হয়েছে।

আজাদের মতে- মানসিক সংকীর্ণতা, বেশ্যাবৃত্তি, তালাক বা এবংবিধ কারণে পরিবারের পর পরিবার ধ্বংস হয়ে যাওয়ার চেয়ে বহুবিবাহ উত্তম। তার এমন চিন্তাচেতনার নেতিবাচক সমালোচনার জবাবে তার যুক্তি হচ্ছে, এটা অনৈতিক সম্পর্ক তথা ‘একরাতের মিয়া-বিবি’ সংস্কৃতি থেকে শ্রেয়ঃ।

তার এসব বাতচিতে একটা বিষয় পরিষ্কার, তা হচ্ছে- আসলে পুরুষদের একাধিক নারী বা স্ত্রী সঙ্গী রাখার একটি প্লাটফর্ম।

এ প্রসঙ্গে তিনি বলেন, আমার মত হচ্ছে- দুই বা তিনটি বিয়ে করো কিন্তু নিজের স্ত্রীদের প্রতি বিশ্বস্ত থাকো।

এই সাইটে প্রোফাইল বানাতে কোনো খরচা নেই। কিন্তু অন্যের প্রোফাইল তথা ছবি ব্রাউজ করতে হলে সদস্যপদ নিতে হয় যার জন্য মাসে গুণতে হবে ২০ ডলার করে।

সেকেন্ডওয়াইফডটকমের ব্যবহারকারীদের তিন চতুর্থাংশ পুরুষ তবে পলিগ্যামিডটকমে অধিকাংশ প্রোফাইল হচ্ছে নারীদের। এক্ষেত্রে আজাদ চাওয়ালার নিজের অভিজ্ঞতালব্ধ অনুমান হচ্ছে- এমন নারীদের অধিকাংশ ফুলটাইম হাজব্যান্ড চাননা অর্থাৎ স্বামীর শুধুমাত্র একক স্ত্রী হতে চান না বিংবা বিবাহিত পুরুষদের জীবনসঙ্গী হিসেবে ইতিবাচক মনে করেন তারা।

তিনি বলেন, এই নারীরা হয়তো এমন মনে করছেন যে একজন পুরুষ যে এরই মধ্যে একজন স্ত্রীর দেখভাল করে অভ্যস্ত তিনি তাকেও (দ্বিতীয় স্ত্রী) ভালভাবেই রাখবেন।

নিউজওয়ান২৪.কম/একে

ইত্যাদি বিভাগের সর্বাধিক পঠিত