একাধিক আসনে প্রার্থীশূন্য, কী করবে বিএনপি?
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
হাইকোর্ট ও আপিল বিভাগের রায়ে প্রার্থীতা বাতিল হওয়ায় ১৩টি আসনে ধানের শীষের প্রার্থীশূন্য। এদিকে, বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশন বরাবর এই আসনে নতুন করে তফসিল দেয়া অথবা বৈধ দলের বিকল্প অন্য প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়ার দাবি জানানো হয়েছে।
প্রার্থীশূন্য আসনগুলো হচ্ছে দিনাজপুর-৩, জয়পুরহাট-১, বগুড়া-৭, রাজশাহী-৬, ঝিনাইদহ-২, ঢাকা-১, ঢাকা-২০, মানিকগঞ্জ-৩, জামালপুর-১, জামালপুর-৪, সিলেট-২ ও চাঁদপুর-৪।
যে সব আসন প্রার্থীশূন্য হয়ে গেছে, তার মধ্যে পাঁচটির ব্যাপারে আদেশ এসেছে আপিল বিভাগ থেকে। বাকি আটটি আদেশ এসেছে হাইকোর্ট থেকে। ফলে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়ে গেছে প্রার্থীদের। সেখান থেকে কী আদেশ আসে, সেদিকেও তাকিয়ে বিএনপি।
এসব আসনের মধ্যে সিলেট-২, জামালপুর-১, মানিকগঞ্জ-৩ ও ঢাকা-২০ আসনে দুই জোট ঐক্যফ্রন্ট অথবা ২০ দলের শরিক দলের কোনো না কোনো নেতা প্রার্থী আছেন। ফলে বিএনপি চাইলে তাদের সমর্থন জানাতে পারে। তবে তারা কেউ ধানের শীষ পাবেন কিনা তা নির্ভর করছে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর।
প্রার্থীশূন্য অন্য আসনে বিকল্প কাউকে সমর্থন দেয়া যায় কি না, এই বিষয়টি নিয়ে ভাবছে দলটি।
যেসব আসনে উচ্চ আদালতের আদেশে বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থীদের বাতিল করা হয়েছে সেসব আসনে পুনঃতফসিল বা বিকল্প প্রার্থী চেয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচনী পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে এ বিষয়ে লিখিত আবেদন জানান।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী রোববার ইসি বৈঠকে বিএনপির আবেদনের বিষয়টি নিয়ে আলোচনার সিদ্ধান্ত জানানো হবে। এই সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে, প্রাথীশূন্য ১৩ আসনে কি করবে বিএনপি!
নিউজওয়ান২৪/জেডএস
- কেন ‘উল্টে’ গেলেন এরশাদ
- বিএনপিতে যে পদ পাচ্ছেন তারেক স্ত্রী জোবাইদা
- এরশাদের এ কেমন অসুখ?
- এরশাদের ‘তেলেসমাতি খেইল’
- আসন ভাগাভাগি নিয়ে বিরোধ, বেকায়দায় ঐক্যফ্রন্ট
- হঠাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহি
- কে হবেন প্রধানমন্ত্রী?
- বিএনপির মনোনয়ন চিঠি
একই আসনে স্বামী-স্ত্রী! - ফের সক্রিয় হচ্ছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা?
- ড. কামালের ‘ডাইরেক্ট’ হুমকি
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ড. কামাল
- এরশাদের মেয়ে মৌসুমীর বিরুদ্ধে মামলা
- যেসব তথ্য গোপন করলেন এরশাদ
- ভিডিও কলে স্ত্রীর সঙ্গে মিলন, কী কথা হয় তাদের? (ভিডিও)
- স্বামী তন্ময়ের সঙ্গে মাঠে স্ত্রী, ভোট চাইলেন নৌকায়! ভিডিও