ঢাকা, ২১ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

একসঙ্গে দশ সন্তানের জন্ম দিয়ে নতুন রেকর্ড করলেন এই নারী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৩৮, ৯ জুন ২০২১  

একসঙ্গে দশ সন্তানের জন্ম দিয়ে নতুন রেকর্ড করলেন এই নারী

একসঙ্গে দশ সন্তানের জন্ম দিয়ে নতুন রেকর্ড করলেন এই নারী

একসঙ্গে দশ সন্তানের জন্ম দিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার এক নারী। দেশটির রাজধানী প্রিটোরিয়া শহরের বাসিন্দা ৩৭ বছরের গোসাইম থামারা শিথোল জন্ম দিয়েছেন ৭ ছেলে ও ৩ মেয়ে সন্তানের।

গোসাইম থামারা ১০ বাচ্চার জন্ম দিয়ে গতমাসেই আরেক নারীর একসঙ্গে ৯ বাচ্চার জন্মের বিশ্বরেকর্ড ভেঙেছেন। গত মে মাসে মরক্কোর এক হাসপাতালে মালির বাসিন্দা হালিমা সিসে একসঙ্গে ৯ বাচ্চার জন্ম দিয়েছিলেন।

তবে গোসাইমের এই বিশ্বরেকর্ড শুধু তাকে ও বিশ্বকে নয়; বরং চিকিৎসকদেরও চমকে দিয়েছে। কারণ তারা যখন স্ক্যান করেছিলেন তখন তার গর্ভে ধরা পড়েছিল ৬ সন্তান। স্ক্যানের সময় ৪ সন্তানকে বোঝাই যায়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শেষ মুহূর্তের স্ক্যানে যদিও ধরা পড়েছিল ৬ নয়, ৮ সন্তান রয়েছে গোসাইমের গর্ভে। কিন্তু পরে একসঙ্গে ১০ সন্তানের জন্ম দেন গোসাইম থামারা।

এখুরহুলেনি মেট্রোপলিটন মিউনিসিপ্যালিটির থেম্বাসিয়া শহরের বাসিন্দা গোসাইমের রয়েছে দুই যমজ সন্তান। তিনি এক রিটেল স্টোরে ম্যানেজারের কাজ করেন। চলতি বছরের শুরুতে অন্তঃস্বত্ত্বা থাকাকালীন বেশ সমস্যা পোহাতে হয়েছিল তাকে। অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। টানা ভুগিয়েছিল পায়ের ব্যথাও।

যেভাবে ক্রমাগত দীর্ঘসময় অসুস্থ ছিলেন গোসাইম তাতে আসতে চলা সন্তানদের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নও হয়ে পড়েছিলেন তিনি। এমনকি তাদের জীবন নিয়ে গোসাইমের মনে একসময় দানা বেঁধেছিল গভীর শঙ্কা।

তবে সৌভাগ্যবশত সব সন্তানই সুস্থ রয়েছে। একসঙ্গে দশ বাচ্চার জন্ম দিয়ে প্রচণ্ড খুশি ও আবেগতাড়িত গোসাইম। বিশ্বরেকর্ড নিয়ে অবশ্য খুব বেশি চিন্তিত নন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, একসঙ্গে দশ বাচ্চা জন্ম নেওয়ার ঘটনা যেমন বিরল, তেমনই তাদের স্বাস্থ্য কেমন থাকবে সেটা পর্যবেক্ষণে রাখাটা বাড়তি প্রয়োজন।

যে কারণে আগামী কয়েক মাস শিশুদের পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। গোসাইম ও তার স্বামী তেবোহো সোতেসিকে বাচ্চাদের নিয়ে বাড়ি ফেরার সবুজ সংকেত তারা দেবেন বলে প্রাথমিকভাবে জানিয়েছেন। সূত্র: এবিপি আনন্দ।

নিউজওয়ান২৪/এসআর

ইত্যাদি বিভাগের সর্বাধিক পঠিত